weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের আবেগঘন বার্তা

প্রকাশ : ১৫-০৯-২০২৫ ১১:৫১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। দশকেরও বেশি সময় ভারতের বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি। সাত বছর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র ‘লাভ সোনিয়া’ দিয়ে অভিষেক ঘটে তার। এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটেছিলেন তিনি। ছবিটি শুধু দর্শকদের আবেগ ছুঁয়েছিল না; বরং প্রমাণ করেছিল ম্রুণালের অসাধারণ প্রতিভাও। খবর বলিউড হাঙ্গামা

অভিনেত্রীকে এরপর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বলিউডে সাফল্য পাওয়ার পাশাপাশি তিনি তেলেগু সিনেমায়ও কাজ করেছেন এবং বর্তমানে তিনি প্যান-ইন্ডিয়া অভিনেত্রী হিসেবে সমান জনপ্রিয়।

এই বিশেষ দিনে ম্রুণাল ইনস্টাগ্রামে লিখেছেন আবেগঘন বার্তা। তিনি লিখেছেন, ‘সাত বছর আগে জীবন আমাকে সবচেয়ে অপ্রত্যাশিত উপহার দিয়েছিল লাভ সোনিয়ার মাধ্যমে। আমি তখন ছোট এক শহরের মেয়ে, হৃদয়ে বড় স্বপ্ন নিয়ে, আর হাজারো মানুষের মধ্যে যেন সোনিয়া আমাকেই বেছে নিয়েছিল। সেই সিনেমা ছিল শুধু আমার অভিষেক নয়… বরং ছিল আমার প্রথম পদক্ষেপ, যেখানে সিনেমা জীবনের পরিবর্তন আনতে পারে।’

শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, ডেমি মুর, ফ্রিদা পিন্টো, রিচা চাড্ডা, মনোজ বাজপেয়ী, রাজকুমার রাওসহ সহশিল্পীরা তাকে নতুন কিছু শিখিয়েছেন প্রতিদিন। পরিচালক তাবরেজ নূরানীর কথাও বিশেষভাবে উল্লেখ করেন ম্রুণাল।

তিনি আরো লিখেন, বাণিজ্যিকভাবে যাই হোক না কেন, এই সিনেমা যদি একটি জীবনও বাঁচাতে পারে, সেটিই আমাদের গর্ব।

ম্রুণাল জানান, লাভ সোনিয়া কেবল একটি সিনেমা নয়; বরং এটি পরিবর্তনের স্ফুলিঙ্গ ছড়িয়েছে। এটি এনজিওদের অনুপ্রাণিত করেছে, অনেকের জীবন বাঁচিয়েছে।

বর্তমানে ম্রুণাল ঠাকুর নানা ধারার সিনেমায় ব্যস্ত রয়েছেন। তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু