weather ১৭.৯৯ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের আবেগঘন বার্তা

প্রকাশ : ১৫-০৯-২০২৫ ১১:৫১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। দশকেরও বেশি সময় ভারতের বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি। সাত বছর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র ‘লাভ সোনিয়া’ দিয়ে অভিষেক ঘটে তার। এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটেছিলেন তিনি। ছবিটি শুধু দর্শকদের আবেগ ছুঁয়েছিল না; বরং প্রমাণ করেছিল ম্রুণালের অসাধারণ প্রতিভাও। খবর বলিউড হাঙ্গামা

অভিনেত্রীকে এরপর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বলিউডে সাফল্য পাওয়ার পাশাপাশি তিনি তেলেগু সিনেমায়ও কাজ করেছেন এবং বর্তমানে তিনি প্যান-ইন্ডিয়া অভিনেত্রী হিসেবে সমান জনপ্রিয়।

এই বিশেষ দিনে ম্রুণাল ইনস্টাগ্রামে লিখেছেন আবেগঘন বার্তা। তিনি লিখেছেন, ‘সাত বছর আগে জীবন আমাকে সবচেয়ে অপ্রত্যাশিত উপহার দিয়েছিল লাভ সোনিয়ার মাধ্যমে। আমি তখন ছোট এক শহরের মেয়ে, হৃদয়ে বড় স্বপ্ন নিয়ে, আর হাজারো মানুষের মধ্যে যেন সোনিয়া আমাকেই বেছে নিয়েছিল। সেই সিনেমা ছিল শুধু আমার অভিষেক নয়… বরং ছিল আমার প্রথম পদক্ষেপ, যেখানে সিনেমা জীবনের পরিবর্তন আনতে পারে।’

শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, ডেমি মুর, ফ্রিদা পিন্টো, রিচা চাড্ডা, মনোজ বাজপেয়ী, রাজকুমার রাওসহ সহশিল্পীরা তাকে নতুন কিছু শিখিয়েছেন প্রতিদিন। পরিচালক তাবরেজ নূরানীর কথাও বিশেষভাবে উল্লেখ করেন ম্রুণাল।

তিনি আরো লিখেন, বাণিজ্যিকভাবে যাই হোক না কেন, এই সিনেমা যদি একটি জীবনও বাঁচাতে পারে, সেটিই আমাদের গর্ব।

ম্রুণাল জানান, লাভ সোনিয়া কেবল একটি সিনেমা নয়; বরং এটি পরিবর্তনের স্ফুলিঙ্গ ছড়িয়েছে। এটি এনজিওদের অনুপ্রাণিত করেছে, অনেকের জীবন বাঁচিয়েছে।

বর্তমানে ম্রুণাল ঠাকুর নানা ধারার সিনেমায় ব্যস্ত রয়েছেন। তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প