weather ২০.৯৯ o সে. আদ্রতা ৬৮% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ: শুভ

প্রকাশ : ০৫-০৫-২০২৫ ১৭:০৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
চিত্রনায়ক আরিফিন শুভ অনেকদিন ধরে আড়ালে। শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছিলেন এই নায়ক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাম্প্রতিককালে এই সিনেমার জন্য তাকে সমস্যায় পড়তে হয়েছে কিনা এমন প্রশ্নও জেগেছে ভক্তদের মনে। 

তবে এবার আড়াল ছেড়ে নিজেকে প্রকাশ করলেন জনপ্রিয় এ অভিনেতা। জানা যায়, নিজের প্রথম হিন্দি কাজের জন্য বেশ কয়েকমাস ধরে ভারতে অবস্থান করছেন শুভ। সম্প্রতি এক সিনেমার প্রিমিয়ারের জন্য কলকাতায় হাজির হন নায়ক। সেখানে মুখোমুখি হন ওপার বাংলার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে।

এসময় সাক্ষাৎকারে ওঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। শুভ জানান, তিনি আগাগোড়া অরাজনৈতিক একজন মানুষ।

শুভ বলেন, পৃথিবীতে যত জায়গায় এ পর্যন্ত কোনো অভ্যুত্থান হয়েছে, তার সঙ্গে কিছু কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কের মধ্য দিয়ে শান্তিতে যাচ্ছিলেন, কিন্তু আচমকা একটা ঘটনার শিকার হয়ে গিয়েছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তা হলে কলকাতার এই কাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।

আগামীতে নিজের কাজ প্রসঙ্গে শুভ বলেন, আমার আগামী ছবি ‘নীলচক্র’ রিলিজ করবে সামনে। তার পর ‘নুর’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু’ রয়েছে। আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি, যে চরিত্রটি আমাকে দেওয়া হয়েছে সেটি হয়ে ওঠা। আর আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানে নিজেকে উজাড় করে দেব। কিন্তু বাস্তবেও আমি সেই বোকা লোকটা, এমন তো নয়। আশা করি আমি সবটা বোঝাতে পেরেছি।’

‘জ্যাজ সিটি’ সিরিজটি সানি লিভের ব্যানারে নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করছেন সৌমিক সেন। এ ছাড়া, কলকাতার পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের রোম্যান্টিক সিনেমা ‘মন মানে না’তে আরিফিন শুভর কাজের কথা থাকলেও সেটি বাংলাদেশে ‘নীলচক্র’ সিনেমার মুক্তির শিডিউল জটিলতা থাকায় করা হচ্ছে না বলে জানিয়েছেন আরিফিন শুভ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ দিবে রাশিয়া: পুতিন ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ দিবে রাশিয়া: পুতিন শারীরিক অবস্থা ঠিক থাকলে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে শারীরিক অবস্থা ঠিক থাকলে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে ছুটির দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ ছুটির দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে ছিল ২ চিরকুট চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে ছিল ২ চিরকুট সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে