weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ: শুভ

প্রকাশ : ০৫-০৫-২০২৫ ১৭:০৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
চিত্রনায়ক আরিফিন শুভ অনেকদিন ধরে আড়ালে। শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছিলেন এই নায়ক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাম্প্রতিককালে এই সিনেমার জন্য তাকে সমস্যায় পড়তে হয়েছে কিনা এমন প্রশ্নও জেগেছে ভক্তদের মনে। 

তবে এবার আড়াল ছেড়ে নিজেকে প্রকাশ করলেন জনপ্রিয় এ অভিনেতা। জানা যায়, নিজের প্রথম হিন্দি কাজের জন্য বেশ কয়েকমাস ধরে ভারতে অবস্থান করছেন শুভ। সম্প্রতি এক সিনেমার প্রিমিয়ারের জন্য কলকাতায় হাজির হন নায়ক। সেখানে মুখোমুখি হন ওপার বাংলার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে।

এসময় সাক্ষাৎকারে ওঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। শুভ জানান, তিনি আগাগোড়া অরাজনৈতিক একজন মানুষ।

শুভ বলেন, পৃথিবীতে যত জায়গায় এ পর্যন্ত কোনো অভ্যুত্থান হয়েছে, তার সঙ্গে কিছু কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কের মধ্য দিয়ে শান্তিতে যাচ্ছিলেন, কিন্তু আচমকা একটা ঘটনার শিকার হয়ে গিয়েছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তা হলে কলকাতার এই কাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।

আগামীতে নিজের কাজ প্রসঙ্গে শুভ বলেন, আমার আগামী ছবি ‘নীলচক্র’ রিলিজ করবে সামনে। তার পর ‘নুর’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু’ রয়েছে। আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি, যে চরিত্রটি আমাকে দেওয়া হয়েছে সেটি হয়ে ওঠা। আর আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানে নিজেকে উজাড় করে দেব। কিন্তু বাস্তবেও আমি সেই বোকা লোকটা, এমন তো নয়। আশা করি আমি সবটা বোঝাতে পেরেছি।’

‘জ্যাজ সিটি’ সিরিজটি সানি লিভের ব্যানারে নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করছেন সৌমিক সেন। এ ছাড়া, কলকাতার পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের রোম্যান্টিক সিনেমা ‘মন মানে না’তে আরিফিন শুভর কাজের কথা থাকলেও সেটি বাংলাদেশে ‘নীলচক্র’ সিনেমার মুক্তির শিডিউল জটিলতা থাকায় করা হচ্ছে না বলে জানিয়েছেন আরিফিন শুভ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের স্ত্রীও এবার কারাগারে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের স্ত্রীও এবার কারাগারে নিম্নাঞ্চল প্লাবিত, বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে তিস্তার পানি নিম্নাঞ্চল প্লাবিত, বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে তিস্তার পানি চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও