এলজিইডির প্রধান কার্যালয়সহ একযোগে ৩৬ অফিসে দুদকের অভিযান চলছে
প্রকাশ : ২৯-০৪-২০২৫ ১৮:২০

ফাইল ছবি
সিনিয়র রিপোর্টার
নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজ শেষ না করেই বিল উত্তোলন এবং বিভিন্ন প্রকল্পে ঘুষ-দুর্নীতির অভিযোগে প্রধান কার্যালয়সহ একযোগে দেশের ৩৬টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পিপলসনিউজ/এসসি
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় থেকে থেকে রাজধানীসহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের এলজিইডি কার্যালয়গুলোতে এ অভিযান শুরু করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়গুলো। অভিযানে অংশ নিয়েছে দুদকের ৩৬টি এনফোর্সমেন্ট টিম।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এলজিইডি বাস্তবায়িত প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান কার্যালয়ে অভিযানের নেতৃত্বে আছেন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা ও মনির মিয়া। সকাল থেকে অভিযান শুরু হলেও গণমাধ্যমকে এলজিইডি ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এলজিইডির প্রধান কার্যালয় ছাড়াও কেরানীগঞ্জ,
গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল ও মাদারীপুরে অভিযান চলছে।
দুদক সূত্রে জানা যায়, ভুক্তভোগীদের নানা অনিয়মের অভিযোগে ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট হতে ঢাকাসহ সারাদেশের ৩৬টি জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোতে এক সঙ্গে অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে- প্রকল্পের কাজ না করেই অগ্রিম বিল উত্তোলন, গুণগতমানহীন নির্মাণসামগ্রী ব্যবহার, তদারকি ছাড়া রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং ঘুষ লেনদেন।
যে ৩৬টি এলজিইডি কার্যালয়ে অভিযান পরিচালিত হচ্ছে সেগুলো হলো- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি ভবন, আগারগাঁও, ঢাকা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মোড়েলগঞ্জ, বাগেরহাট; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মুলাদী, বরিশাল; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, শিবগঞ্জ, বগুড়া; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কমলনগর, লক্ষ্মীপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রামু, কক্সবাজার; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আনোয়ারা, চট্টগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চৌদ্দগ্রাম, কুমিল্লা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কেরাণীগঞ্জ, ঢাকা; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গোয়ালন্দ, রাজবাড়ী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গাজীপুর সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কোটালীপাড়া, গোপালগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কমলগঞ্জ, মৌলভীবাজার; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাঘারপাড়া, যশোর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শ্রীপুর, মাগুরা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বটিয়াঘাটা, খুলনা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জ সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উলিপুর, কুড়িগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দৌলতপুর, কুষ্টিয়া; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জাজিরা, শরীয়তপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ত্রিশাল, ময়মনসিংহ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বন্দর, নারায়ণগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কবিরহাট, নোয়াখালী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নওগাঁ সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তাড়াশ, সিরাজগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পটুয়াখালী সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নাজিরপুর, পিরোজপুর; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ফুলছড়ি, গাইবান্ধা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জগন্নাথপুর, সুনামগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ভুঞাপুর, টাঙ্গাইল; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তেঁতুলিয়া, পঞ্চগড়; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জামালপুর এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাই, রাঙ্গামাটি।
পিপলসনিউজ/এসসি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com