weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত সেই মার্কিন সিইও

প্রকাশ : ১৯-০৭-২০২৫ ১২:০২

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের বোস্টনের জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে তখন সুর ও রোমাঞ্চের ঢেউ। কনসার্টের ‘কিস-ক্যাম’-এ একে একে ভেসে উঠছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। এভাবেই এই ক্যামেরায় ধরা পড়েন প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও সংস্থাটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। ভিডিওতে দেখা যায়, সহকর্মী ক্রিস্টিনকে বাহুডোরে আগলে রেখে কোল্ডপ্লের সুরে দুলছেন অ্যান্ডি।

স্টেডিয়ামের ক্যামেরা যখন এই দুজনের দিকে ফোকাস করে, তখন হঠাৎ অস্বস্তিতে ভেঙে পড়েন তারা। ক্রিস্টিন মুখ ঢাকেন, আর অ্যান্ডি সরে যান পাশে, আড়াল করেন নিজেকে। বলা বাহুল্য, তাদের এই অস্বস্তির কারণেই পুরো বিষয়টি ভাইরাল হয়ে যায়।

ভাইরাল এই ভিডিও নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বহু নেটিজেন অ্যান্ডির স্ত্রীর জন্য সহানুভূতি জানান। কেউ কেউ বলেন, ‘ভালোই হয়েছে, পরকীয়া তো ফাঁস হলো!’ আবার অনেকে কটাক্ষ করে বলেছেন, ‘যেখানে হাজারো দর্শক, সেখানে এমন অন্তরঙ্গতা! একেবারে বোকামি!’

এমন ঘটনার পর প্রযুক্তি কোম্পানিটি তাদের সিইওকে সাময়িক ছুটিতে পাঠিয়েছে। অ্যান্ডি বায়রন ও ক্রিস্টিন ক্যাবট। দুজনই বিবাহিত। এই ভাইরাল ভিডিও সিইও অ্যান্ডি বায়রনের স্ত্রীর হাতে গিয়েও পড়েছে। এরপরই স্ত্রী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বামীর কাছ থেকে নেওয়া উপাধি সরিয়ে ফেলেন। 

কনসার্টে তারা ঘনিষ্ঠভাবে ক্যামেরায় ধরা পড়েন। ক্যামেরা তাদের দিকে ঘুরতেই, মুহূর্তেই দুজন বিচলিত হয়ে পড়েন, তাড়াতাড়ি একে অন্যের কাছ থেকে সরে গিয়ে নিজেদের মুখ লুকাতে চেষ্টা করেন। এ ঘটনার পর শুক্রবার রাতে প্রতিষ্ঠানটি এক্স-এ জানায়, কোম্পানির সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয়েছে।

এই দৃশ্য দেখে মঞ্চ থেকে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন মজা করে বলেন, ‘ওদের দেখুন... হয় এরা পরকীয়া করছে, না হয় খুবই লাজুক!’ ভিডিওটি প্রথমে টিকটকে প্রকাশ পায় এবং এরপর তা মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। ভিডিওটি নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে ছড়িয়ে পড়ে, মিমে রূপ নেয় এবং টেলিভিশনেও উপহাসের বিষয় হয়ে দাঁড়ায়।

এ ঘটনার দুই দিন পরে ‘অ্যাস্ট্রোনোমার’ এক বিবৃতিতে জানায়, তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে, যদিও সরাসরি ভিডিওটির উল্লেখ করা হয়নি।

তারা আরো জানায়, অ্যাস্ট্রোনোমার প্রতিষ্ঠার পর থেকে আমরা যে মূল্যবোধ ও সংস্কৃতি ধরে রেখেছি, তাতে আমরা অটল। আমাদের নেতাদের কাছ থেকে শিষ্টাচার ও জবাবদিহির সর্বোচ্চ মান প্রত্যাশিত। পরিচালনা পর্ষদ একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।

সিইও পদে অস্থায়ী দায়িত্ব পেয়েছেন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পণ্য কর্মকর্তা পিট ডিজয়। প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে থাকা অ্যান্ডি বাইরন ২০২৩ সালের জুলাই থেকে অ্যাস্ট্রোনোমারের সিইও। অপরজন প্রতিষ্ঠানটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট নভেম্বরে যোগ দেন। তবে তাদের কেউই ভিডিওতে নিজের পরিচয় নিশ্চিত করেননি।

প্রতিষ্ঠানটির বিবৃতিতে আরো বলা হয়, অ্যান্ডি বাইরন কোনো ব্যক্তিগত বিবৃতি দেননি এবং যেসব ভুয়া বিবৃতি ছড়িয়েছে, তা ভুল। কোম্পানির  দাবি, ভিডিওতে অন্য কোনো কর্মী ছিলেন না। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ও ইসরায়েল কিউরেটর গামিনি ডি সিলভার চুক্তি বাড়লো এক বছর কিউরেটর গামিনি ডি সিলভার চুক্তি বাড়লো এক বছর গোপালগঞ্জের ঘটনায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, আইন যা বলছে? গোপালগঞ্জের ঘটনায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, আইন যা বলছে? ঢাকায় জামায়াতের সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ২ ঢাকায় জামায়াতের সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ২ অন্যের স্ত্রীকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে ধরা এসআই, পরে ক্লোজড অন্যের স্ত্রীকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে ধরা এসআই, পরে ক্লোজড