weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ : ১৭-০৮-২০২৫ ১৬:২৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার (১৭ আগস্ট)। ২০০৬ সালের এই দিনে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কিংবা ‘স্বাধীনতা তুমি’র মতো বহু কালজয়ী কবিতার স্রষ্টা শামসুর রাহমান। তাকে বলা হয় স্বাধীনতার কবি, কবিতার বরপুত্র।

তার কবিতার পঙক্তির পর পঙক্তি মিশে আছে বাঙালির নানা আন্দোলন-সংগ্রামে।

আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ শামসুর রাহমানের কবিতার শিল্পিত উচ্চারণে প্রস্ফুটিত হয়েছে দেশ ও মানুষের কথা-আর্তি, মূর্ত হয়েছে বাঙালির গৌরবগাথা, স্বাধীনচেতা মানুষের দুর্নিবার আকাঙ্ক্ষা। আপন কাব্যশৈলীর গুণে তিনি আবির্ভূত হয়েছিলেন জীবনানন্দ দাশের পর বাংলা কবিতার ভুবনে সবচেয়ে আলোচিত কবির পরিচয়ে। সমকালীনতা ধারণকারী অনন্য প্রতিভায় উজ্জ্বল এই নাগরিক কবি।

১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ মাহুতটুলীর বাড়িতে জন্ম শামসুর রাহমানের।

১৯৪৯ সালে তার প্রথম কবিতা ছাপা হয় সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘সমকাল’ পত্রিকায়। এরপর ১৯৫৭ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’।

শামসুর রাহমান ছিলেন কবিতার বাইরে সাংবাদিকতার জগতে এক দীপ্ত কণ্ঠস্বর। দৈনিক বাংলা, বিচিত্রা, উত্তরাধিকার–প্রতিটি পরিসরেই তার কলম ছিল গভীর, বিশ্লেষণধর্মী এবং বিবেক সচেতন।

১৯৯৯ সালে মৌলবাদীদের হামলার মুখেও তার কবিতা থামেনি। একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।

২০০৬ সালের ১৭ আগস্ট তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তবে আজীবন কবিতায় সমর্পিত এ কবি চির উজ্জ্বল হয়ে বেঁচে আছেন বাঙালির সত্তায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাবিনাদের দেড় কোটি টাকা দেয়নি বাফুফে সাবিনাদের দেড় কোটি টাকা দেয়নি বাফুফে রাশিয়া বড় শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত চুক্তি করা: ডোনাল্ড ট্রাম্প রাশিয়া বড় শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত চুক্তি করা: ডোনাল্ড ট্রাম্প বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ৩৪৪ জনের মৃত্যু পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ৩৪৪ জনের মৃত্যু