হুমায়ূন আহমেদের জন্মদিন আজ
প্রকাশ : ১৩-১১-২০২৫ ১১:২৩
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বাংলা সাহিত্যের শক্তিমান লেখক হুমায়ূন আহমেদ। আজ তার ৭৮তম জন্মদিন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমদ, মা আয়েশা ফয়েজ।
একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি হয়ে ওঠেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। সংলাপনির্ভর নতুন লেখনশৈলী ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর ধারাকে জনপ্রিয় করার কৃতিত্বও তার।
তিন শতাধিক গ্রন্থের রচয়িতা হুমায়ূন আহমেদের অনেক বই অনূদিত হয়েছে বিদেশি ভাষায়। আবার অনেক গ্রন্থ স্থান পেয়েছে পাঠ্যসূচিতে। মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, লীলাবতী, কবি, বাদশাহ নামদার- তার উল্লেখযোগ্য উপন্যাস। নাটক ও চলচ্চিত্র নির্মাণেও তিনি ছিলেন সমান দক্ষ। আগুনের পরশমণি (১৯৯৪) চলচ্চিত্রটি তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা। পরে নির্মিত শ্যামল ছায়া ও ঘেটুপুত্র কমলা চলচ্চিত্র দুটি অস্কারে মনোনয়নের জন্য বাংলাদেশ থেকে প্রেরিত হয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮১) এবং একুশে পদক (১৯৯৪)।
জন্মদিন উপলক্ষ্যে আজ সারা দিন ধরেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টিভিতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা।
গতরাত ১২টা ১ মিনিটে গাজীপুরের নুহাশ পল্লীতে মোমবাতি জ্বালানো হয়। হুমায়ূনপত্নী শাওন তার দুই ছেলেকে নিয়ে গিয়েছেন হুমায়ূনের স্মৃতিধন্য পিরুজালী গ্রামের নূহাশ পল্লীতে। সেখানে লেখকের সমাধিতে নিবেদন করবেন ফুলেল শ্রদ্ধাঞ্জলি। এ ছাড়া কেকও কাটবেন।
১৯ জুলাই ২০১২ সালে নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে মৃত্যুবরণ করেন হুমায়ূন। তাকে নুহাশ পল্লীতে দাফন করা হয়।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com