weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

প্রকাশ : ২৮-০৫-২০২৫ ১০:৪৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ভারতের মণিপুর রাজ্যে পাঁচ দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে; যার কম্পন বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ২৪ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুরের কাছে; যা বাংলাদেশের সিলেট থেকে প্রায় ২১৭ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট 'ভলকানো ডিসকভারি' জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩৯ কিলোমিটার দূরে এবং ভূগর্ভে এর গভীরতা ছিল মাত্র ৪৭ কিলোমিটার। অগভীর উৎপত্তিস্থলের কারণে কম্পন বিস্তৃত এলাকায় জোরালোভাবে অনুভূত হয়।

ভলকানো ডিসকভারি আরো জানায়, অগভীর ভূমিকম্পগুলো সাধারণত ভূ-পৃষ্ঠে বেশি প্রভাব ফেলে, যার কারণে এর প্রভাব ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টের পাওয়া গেছে।

এর আগে সোমবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে তিন দশমিক চার মাত্রার আরো একটি ভূমিকম্প অনুভূত হয়; যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের চিন হাখা অঞ্চলে, সিলেট থেকে প্রায় ২৬৫ কিলোমিটার দূরে।

বিশেষজ্ঞরা ভূমিকম্প অনুভূত হওয়ার পর সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যদিও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতির খবর নেই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সারজিসের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন বিএনপি নেতার সারজিসের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন বিএনপি নেতার সাদাপাথরে লুটের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত সাদাপাথরে লুটের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে অগ্রগতি দাখিলের নির্দেশ সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে অগ্রগতি দাখিলের নির্দেশ নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে আজ নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে আজ চাঁদা দাবি করা চট্টগ্রামের এনসিপির নেতা নিজাম বহিষ্কার চাঁদা দাবি করা চট্টগ্রামের এনসিপির নেতা নিজাম বহিষ্কার