weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত

প্রকাশ : ১১-০৮-২০২৫ ১৬:১৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। রবিবার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে বলে গাজার আল শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন। এ সময় আরো দুইজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন আল জাজিরা আরবির পরিচিত সংবাদদাতা আল-শরীফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মুয়ামেন আলিওয়া।

আল-শরীফ উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন। রবিবার আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় মারা যান তিনি।

নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক্সে (সাবেক টুইটার) আল-শরীফ লেখেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। তার শেষ ভিডিওতে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে অন্ধকার আকাশ মুহূর্তের জন্য কমলা আলোয় আলোকিত হয়ে ওঠে।

আল জাজিরা এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই হামলা তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক উস্কানিমূলক কর্মকাণ্ডেরই অংশ। এর আগেও, দুই সপ্তাহ আগে আল জাজিরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে তাদের সাংবাদিকদের, বিশেষ করে আল-শরীফকে টার্গেট করার অভিযোগ তুলেছিল।

হামলার পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে এক পোস্টে আনাস আল-শরীফকে লক্ষ্য করে হামলার কথা নিশ্চিত করেছে। তাদের দাবি, আল-শরীফ একজন সাংবাদিকের ছদ্মবেশে হামাসের ‘একটি সন্ত্রাসী সেলের প্রধান’ হিসেবে কাজ করতেন। তবে, আইডিএফ হামলায় নিহত অন্য তিন সাংবাদিকের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আল-শরীফকে হত্যার পর এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীও তার বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে। ফিলিস্তিনি ওই সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণসংবলিত নথি তাদের কাছে আছে বলে দাবি করেছে তারা।

বিবিসি ভেরিফাই কর্তৃক যাচাই করা দুটি ভিডিওতে দেখা যায়, হামলার পর মরদেহগুলো নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে উপস্থিত লোকজন মোহাম্মদ কুরেইকেহর নাম ধরে চিৎকার করছেন এবং একজন প্রেস ভেস্ট পরা ব্যক্তি আল-শরীফের মরদেহ শনাক্ত করছেন।

আইডিএফ তাদের বিবৃতিতে আরো জানায়, হামলার আগে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল সুনির্দিষ্ট গোলাবারুদের ব্যবহার, আকাশপথে নজরদারি এবং অন্যান্য গোয়েন্দা তথ্য। তবে, আল জাজিরা এই হামলাকে সাংবাদিকদের কাজকে বাধাগ্রস্ত করার একটি বিপজ্জনক প্রচেষ্টা হিসেবে দেখছে।

তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা আল জাজিরাকে বলেন, আল-শরীফের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো ধরনের প্রমাণ নেই। তার ভাষায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকাই ছিল তার প্রতিদিনের রুটিন।

সম্প্রতি আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গাজা উপত্যকায় তাদের সাংবাদিকদের, বিশেষ করে আল-শরীফকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর উসকানিমূলক প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে।

এদিকে, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

দিল্লিতে ইসি অভিমুখী মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক দিল্লিতে ইসি অভিমুখী মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার ৬০১ কোটি টাকার আবাসন প্রকল্প চার বছরেই বসবাসের অনুপযোগী! ৬০১ কোটি টাকার আবাসন প্রকল্প চার বছরেই বসবাসের অনুপযোগী! হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার