গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণে ১৪ মে টিউলিপকে দুদকের তলব
প্রকাশ : ০৮-০৫-২০২৫ ১৬:৫৯

ফাইল ছবি
সিনিয়র রিপোর্টার
গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে আগামী ১৪ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৮ মে) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, টিউলিপের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচলে প্লট পাওয়াসহ, গুলশানে একটি ফ্ল্যাট দখলের অভিযোগে ইতোমধ্যে মামলা করেছে দুদক।
এর পরিপ্রেক্ষিতে গত ১৬ এপ্রিল দুদক মহাপরিচালক আখতার হোসেন বলেছিলেন, টিউলিপ সিদ্দিক শুধু আদালতে হাজির হয়েই প্লট জালিয়াতির অভিযোগে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন।
দেশের আদালতের নির্দেশ অনুসরণ করে আন্তর্জাতিক সংস্থার সাহায্যে তাকে দেশে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
পিপলসনিউজ/এসসি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com