weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণে ১৪ মে টিউলিপকে দুদকের তলব

প্রকাশ : ০৮-০৫-২০২৫ ১৬:৫৯

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে আগামী ১৪ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (৮ মে) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, টিউলিপের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচলে প্লট পাওয়াসহ, গুলশানে একটি ফ্ল্যাট দখলের অভিযোগে ইতোমধ্যে মামলা করেছে দুদক।

এর পরিপ্রেক্ষিতে গত ১৬ এপ্রিল দুদক মহাপরিচালক আখতার হোসেন বলেছিলেন, টিউলিপ সিদ্দিক শুধু আদালতে হাজির হয়েই প্লট জালিয়াতির অভিযোগে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন।

দেশের আদালতের নির্দেশ অনুসরণ করে আন্তর্জাতিক সংস্থার সাহায্যে তাকে দেশে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা