weather ২০.৯৯ o সে. আদ্রতা ৬৮% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চার ঘণ্টা পর পল্টনের সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ : ০৪-০৫-২০২৫ ১১:৩৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্টনের সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় চার ঘণ্টা প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। 

তিনি জানান, সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

এদিন রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট রাত ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ১১ তলা বাণিজ্যিক ভবনটির টপ ফ্লোরে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও সহায়তা করেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে ভবনটির ছাদে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, ১১ তলা বহুতল ওই ভবনে বিভিন্ন বেসরকারি অফিস রয়েছে। আগুনের সময় দ্রুত আতঙ্ক ছড়ায়। এ সময় ভবনে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, পুরো ভবনটি বাণিজ্যিক। বিভিন্ন বেসরকারি কোম্পানির অফিস রয়েছে বহুতল এ বাণিজ্যিক ভবনে। ছাদের একটি অংশে রয়েছে ইলেকট্রিক সামগ্রীর গুদাম। সেখানেই আগুন লাগে।

ভবনের নিরাপত্তা কর্মী জসিম উদ্দিন বলেন, জাফরান রেস্টুরেন্ট নামে খাবার হোটেল রয়েছে এ ভবনের দোতলায়। প্রতিটি ফ্লোরে বিভিন্ন ধরনের অফিস।  যেখানে আগুন লেগেছে সেটি মালিকের ইলেকট্রনিক সামগ্রীর গোডাউন জানিয়ে তিনি বলেন, আগুনে হতাহতের খবর পাইনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন দিবাগত রাত সাড়ে ১২টায় এক ব্রিফিংয়ে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে। এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ দিবে রাশিয়া: পুতিন ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ দিবে রাশিয়া: পুতিন শারীরিক অবস্থা ঠিক থাকলে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে শারীরিক অবস্থা ঠিক থাকলে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে ছুটির দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ ছুটির দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে ছিল ২ চিরকুট চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে ছিল ২ চিরকুট সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে