weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে

প্রকাশ : ১৩-০৮-২০২৫ ১৩:০৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা। ফলে তোপখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই কর্মসূচি শুরু হয়।

জাতীয়করণসহ শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতার দাবিতে তাদের এই মহাসমাবেশ। কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় এসেছেন।

সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হচ্ছেন হাজারো শিক্ষক। ইতোমধ্যে শিক্ষক নেতা ও অতিথিরা বক্তব্য দিতে শুরু করেছেন।

সমাবেশস্থল প্রেসক্লাব এখন শিক্ষকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। এ ছাড়া জাতীয় ঈদগাহ মাঠ ও শিক্ষা ভবন এলাকায়ও অনেক শিক্ষক অবস্থান নিয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল করে শিক্ষকরা প্রেসক্লাবে আসছেন। বৃষ্টি উপেক্ষা করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এদিকে শিক্ষকদের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৩ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।

এ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানিয়েছে ডিএমপি।

প্রসঙ্গত, ২০১৮ সালে একই স্থানে শিক্ষকদের ২০ দিনের অনশন ও অবস্থানের পর সরকার পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তখন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণেরও আশ্বাস দেওয়া হয়েছিল; যা পরে বাস্তবায়িত হয়নি। গত বছরের অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় ২০২৪-২৫ অর্থবছরে উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়ানো এবং পরবর্তী বাজেটে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেওয়া হয়।

তবে, ২০২৫-২৬ অর্থবছর শুরু হলেও এখনো বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও বিনোদন ভাতার প্রজ্ঞাপন জারি হয়নি। এ অবস্থায় দাবি আদায়ে আবারো রাজপথে নেমেছেন শিক্ষকরা। আজকের সমাবেশে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না দিলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের স্ত্রীও এবার কারাগারে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের স্ত্রীও এবার কারাগারে নিম্নাঞ্চল প্লাবিত, বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে তিস্তার পানি নিম্নাঞ্চল প্লাবিত, বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে তিস্তার পানি চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও