weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টিকাটুলিতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

প্রকাশ : ০২-০২-২০২৫ ১৮:০০

প্রতিকী ছবি

সিনিয়র রিপোর্টার
রাজধানীর টিকাটুলিতে মাইক্রোবাসের ধাক্কায় মরিয়ম আক্তার (৩১) নামে এক নারী নিহত হয়েছেন। 

রবিবার (২ ফেরুয়ারি) দুপুর আড়াইটার দিকে টিকাটুলি অভিসার সিনেমা হলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকাল সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন। তার বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায়। একই উপজেলার মো. স্বপনের স্ত্রী তিনি।  

হাসপাতালে মো. স্বপন জানান, তারা টিকাটুলি অভিসার সিনেমা হলের পাশে একটি ভাড়া বাসায় থাকেন। তার পাশেই স্বপন স্টোর নামে একটি মুদি দোকান রয়েছে তার। দুই ছেলের জনক-জননী তারা। 

স্বপন বলেন, দুপুরে বাসা থেকে তার দোকানে এসেছিলেন মরিয়ম। এরপর কিছুক্ষণ কথা বলে সেখান থেকে বাজার করার উদ্দেশ্যে আবার রওনা হয়েছিলেন। তার কিছুক্ষণ সময় পর মরিয়মের ফোন থেকে কল করে তাকে জানানো হয়, একটি গাড়ী মরিয়মকে ধাক্কা দিয়েছে। 

সঙ্গে সঙ্গে তিনি সিনেমা হলের সামনে গিয়ে দেখেন, একটি মাইক্রোবাস দাঁড় করানো এবং জানতে পারেন মরিয়মকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেলে এসে মরিয়মকে মৃত অবস্থায় দেখতে পান। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। গাড়িটির ধাক্কায় তার মুখমণ্ডল থেতলে গিয়েছে। হাত পা ভেঙে গেছে। নিহতদের পরিবারের মাধ্যমে জানা গেছে, মাইক্রোবাসটি স্থানীয়রা আটকে রেখেছে। 

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা