weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় রাতভর ৫০ মিমি বৃষ্টি, ঝরবে আজও

প্রকাশ : ২৮-০৭-২০২৫ ১২:১৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় রবিবার (২৭ জুলাই) রাতে অনেকটা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত অন্তত ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ ঢাকায় আরো বৃষ্টির সম্ভাবনা আছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, এ সময় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় রাঙামাটিতে। এর পরিমাণ ছিল ৮১ মিলিমিটার।

এদিকে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে তাপমাত্রা কমে আগের তুলনায় গরমের অনুভূতি কিছুটা কমতে পারে। আর এসময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

পূর্বাভাসে আরো জানানো হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। রবিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার রাতে দেওয়া আবহাওয়া বার্তা অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আজ রাজধানীতে আরো বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া ঢাকার আশপাশে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২৯ জুলাই) বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে।

বর্ষা ঋতুর দ্বিতীয় মাস শ্রাবণের মাঝামাঝি সময় এখন। চলতি জুলাই মাসটা আষাঢ় ও শ্রাবণ মিলেই পড়ে। আর এ মাসে বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়।

অবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বৃষ্টির পরিমাণ যা, তাতে এই মাসে স্বাভাবিক বৃষ্টি হবে। তবে রংপুর এবং সিলেট বিভাগে এখন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা কম বৃষ্টি হয়েছে।

চলতি মাসে থেমে থেমে অনেক জায়গায় অনেকটা বৃষ্টি হলেও গরমের ভাবটা কিন্তু কমেনি। বৃষ্টির পরে ভ্যাপসা গরম আর তাতে মানুষের কষ্ট বাড়ছে। এ সময় বৃষ্টি হলেও জলীয় বাষ্পের আধিক্য থাকায় গরম বা ভ্যাপসা ভাবটা থেকে যায় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে