weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তিন সন্তানের মা হতে চান জাহ্নবী

প্রকাশ : ৩১-০৮-২০২৫ ১৬:৪৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডে একের পর এক নতুন কিছু নিয়ে হাজির হচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। প্রযোজক-অভিনেতা বনি কাপুরের মেয়ে হলেও নিজের অভিনয় প্রতিভায় ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যখন তিনি আলোচনায়, ঠিক তখনই চমক দিলেন নতুন খবরে। খোলাখুলি জানালেন, ভবিষ্যতে তিনি হতে চান তিন সন্তানের মা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে অতিথি হিসেবে উপস্থিত হন জাহ্নবী কাপুর। সেখানেই মাতৃত্ব নিয়ে কথা বলেন জাহ্নবী।

সেখানে তিন সন্তানের জননী হওয়ার কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, আমার মনে হয়, তিনটি সন্তান থাকা ভালো। প্রথমত, তিন আমার জন্য লাকি নম্বর। দ্বিতীয়ত, সবসময় দুই জনের মধ্যে ঝগড়া হয়। এমন পরিস্থিতিতে একজনের সমর্থন প্রয়োজন। বোন হোক বা ভাই (তৃতীয় সন্তান), সে যেই হোক না কেন, সে দুই নৌকায় পা দিয়ে চলবে। দুজনেই সমর্থন পাবে। আমি খুব ভেবেচিন্তে এই পরিকল্পনা করেছি।

অন্ধ্রপ্রদেশে বিয়ে করতে চান জাহ্নবী কাপুর। এর আগে অন্য এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর বলেছিলেন, আমি তিরুমালা তিরুপতিতে বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে থাকতে চাই। আমরা রোজ কলাপাতায় খাবার খাব আর গোবিন্দের নাম জপ করব। আমার চুলে মোগরা (জুঁইয়ের মালা) থাকবে এবং আমি মণি রত্নমের গান শুনব। আমি আমার স্বামীর মাথায় তেল মালিশ করে দেব।

তিরুপতির সঙ্গে জাহ্নবী কাপুরের বিশেষ সম্পর্ক রয়েছে। প্রতি বছর শ্রীদেবীর জন্মবার্ষিকীতে সেখানে যান জাহ্নবী। ছোটবেলায় মায়ের হাত ধরে তিরুপতি যেতেন জাহ্নবী আর এখন তার সঙ্গে থাকেন প্রেমিক শিখর পাহাড়িয়া। বিয়ের বিষয়ে এখনো কোনো পরিকল্পনার কথা জানাননি এই যুগল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার অ্যানথ্রাক্স নিয়ে দুঃশ্চিন্তায় স্বাস্থ্য বিভাগ অ্যানথ্রাক্স নিয়ে দুঃশ্চিন্তায় স্বাস্থ্য বিভাগ