weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের হুমকির অভিযোগ প্রিয়াংকার, যা বললেন শামীম

প্রকাশ : ০৭-০৫-২০২৫ ১০:৪৪

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াংকা। মঙ্গলবার (৬ মে) বিকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি এ অভিযোগ করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে কথা বলেন শামীম হাসান। 

অভিনেত্রী প্রিয়াংকার অভিযোগ, নানা অকথ্য ভাষায় হুমকি দিতেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন বলেও অভিযোগ আনেন।  

প্রিয়াংকার কথায়, ‘অভিনেতা শামীম হাসান সরকার একটি সিন চলাকালিন আমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন। আমার গায়ে হাত তুলতো। প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিত। একটান গাঁজা খেয়ে আবার সিন করত।’

এদিকে অভিনেতার দাবি, প্রিয়াংকা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, বিষয়টি সঠিক নয়।

শামীম হাসান বলেন, ‘যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন, তিনি একটি নাটকের লটে আমার সঙ্গে আগেও কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। গত পরশুদিন থেকে ওই নাটকের নতুন লটের শুটিং শুরু হয়েছে। তিনি সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে গিয়ে কারো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এটুকুই।’

শামীম হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াংকা। এ বিষয়ে শামীম হাসান বলেন, মাদক সেবনের অভিযোগ আরো গুরুতর। আমাদের শুটিং হাউজের সব জায়গায় সিসি ক্যামেরা আছে, আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব। এ ছাড়া অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন, আমার অভিনয় জীবনের ১০ বছর চলছে। এ জীবনে আমি কারো ওপর হাত তুলিনি। 

শামীম হাসান বলেন, তিনি যদি কারো দ্বারা হ্যারেজমেন্টের শিকারই হয়ে থাকেন, তাহলে এই ঘটনা ঘটবে আমাদের আনোয়ার ভাইয়ের সঙ্গে। কারণ, তিনি তার সঙ্গেই টিকটক করছিলেন। আমার সঙ্গে তো এমন ঘটনা ঘটনার কথা না। তাহলে তিনি আমার বিরুদ্ধে এই ধরণের অভিযোগ তুললেন কীভাবে?

পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি বলেন, একটি মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটি মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেব না। আগে আমার পরিবার শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলব, যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটিই হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী শেলি আহসান, অভিনেতা ও নির্মাতা সহীদ উন নবীসহ শুটিং ইউনিটের অনেকে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের স্ত্রীও এবার কারাগারে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের স্ত্রীও এবার কারাগারে নিম্নাঞ্চল প্লাবিত, বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে তিস্তার পানি নিম্নাঞ্চল প্লাবিত, বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে তিস্তার পানি চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও