weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭০% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর একাউন্টে ৪২ কোটি টাকার অসঙ্গতি

প্রকাশ : ২৯-০১-২০২৫ ১৮:০০

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (২৯ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক এই মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, সাবেক সংসদ সদস্য দীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়ের উৎসের সাথে ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার অসঙ্গতি রয়েছে। এছাড়াও ১৬টি ব্যাংক একাউন্টের মাধ্যমে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক লেনদেন করা হয়েছে। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের বিরুদ্ধেও ২ কোটি ২ লাখ ৪১ হাজার ৪০৪ টাকার সম্পদ ও ৮ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২৭৮ টাকার অস্বাভাবিক লেনদেনের জন্য মামলা করেছে দুদক।

উল্লেখ্য, রাজধানীর উত্তরা থেকে গত ১১ নভেম্বর ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বেশ কয়েকটি মামলার আসামি তিনি।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনা সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা