weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ড. ইউনূস

প্রকাশ : ০৪-০৪-২০২৫ ১৫:৪১

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে মোদির কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুলেছেন ড. ইউনূস।

আজ দুপুরে ব্যাংককে অনুষ্ঠিত ইউনূস-মোদি বৈঠক নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে, তার সব কটি নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সব কটি বিষয় আলোচনায় তুলেছেন। আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তিনি যেসব উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন সে প্রসঙ্গ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে। দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।’

ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।

ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তার সঙ্গে নরেন্দ্র মোদি বৈঠকে মিলিত হলেন।

গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর টানাপোড়নের মধ্যে যাচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক। এমন পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি প্রথমবারের মতো আলোচনায় বসলেন।
অবশ্য আজকের দ্বিপক্ষীয় আলোচনার আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হয়। নৈশভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসেন, করেন কুশল বিনিময়। সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এই নৈশভোজের আয়োজন করেন।

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এই সম্মেলনে বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব ইতোমধ্যে নিয়েছে বাংলাদেশ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চাকরির বাজারে হিমশিম খাচ্ছে তরুণরা চাকরির বাজারে হিমশিম খাচ্ছে তরুণরা রাজশাহীতে কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র ও বিস্ফোরক রাজশাহীতে কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র ও বিস্ফোরক বনানীর সিসা লাউঞ্জে যুবক হত্যার ঘটনায় র‌্যাবের চাঞ্চল্যকর তথ্য বনানীর সিসা লাউঞ্জে যুবক হত্যার ঘটনায় র‌্যাবের চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় দুই শতাধিক মৃত্যু পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় দুই শতাধিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু