weather ১৭.৯৯ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পরিবেশবান্ধব প্লাস্টিক উপাদান তৈরির পথে বিজ্ঞানীরা

প্রকাশ : ২০-০৯-২০২৫ ১৫:৪৫

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
দৈনন্দিন জীবনে নানা ধরনের প্লাস্টিক ব্যাপকভাবে ব্যবহার করে থাকি আমরা। প্লাস্টিকের বিভিন্ন উপাদান পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। প্লাস্টিক নানাভাবে পরিবেশ দূষণ করছে। এ সমস্যার সমাধানে ব্যাকটেরিয়া ব্যবহার করে পরিবেশবান্ধব প্লাস্টিক উপাদান পাইরিডিনেডিকারবক্সিলিক অ্যাসিড (পিডিসিএ) তৈরি করেছেন জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, পাইরিডিনেডিকারবক্সিলিক অ্যাসিড উপাদানটি প্লাস্টিকের সম্পূর্ণ বিকল্প নয়। পিইটি প্লাস্টিকের টেরেফথালিক অ্যাসিডের মতো ক্ষতিকারক উপাদান প্রতিস্থাপন করতে পারলেও নাইট্রোজেনভিত্তিক পাইরিডিনেডিকারবক্সিলিক অ্যাসিড উপাদানটি জৈব ও পচনযোগ্য। ফলে উপাদানটি পরিবেশবান্ধব।

সাধারণভাবে পাইরিডিনেডিকারবক্সিলিক অ্যাসিড উপাদানের মাধ্যমে প্লাস্টিক তৈরির সময় বিষাক্ত বর্জ্য তৈরি হয়। তবে বিজ্ঞানীরা ইকোলি ব্যাকটেরিয়া পরিবর্তন করে প্লাস্টিক তৈরিতে নতুন কৌশল ব্যবহার করে দেখেছেন, কোনো বিষাক্ত উপজাত তৈরি হয় না এবং উৎপাদনও সাত গুণ বেড়েছে। এ বিষয়ে বিজ্ঞানী তানাকা সুতোমু জানান, আমরা একটি নতুন দৃষ্টিকোণ থেকে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। নাইট্রোজেনকে শোষণ করার জন্য কোষীয় বিপাক কীভাবে কাজে লাগানো যায়, তা আমরা লক্ষ করেছিলাম। বিপাকীয় বিক্রিয়ায় কোনো অবাঞ্ছিত উপজাত তৈরি হয়নি।

যদিও প্রক্রিয়াটি পুরোপুরি সহজ ছিল না। উৎপাদনের সময় বিজ্ঞানীরা একটি নতুন ক্ষতিকারক উপজাত দেখছেন। নতুন কৌশল ব্যবহার করে আরো নতুন গবেষণার সুযোগ আছে বলে মনে করেন বিজ্ঞানীরা। নতুন পদ্ধতি পেট্রোলিয়াম-ভিত্তিক প্লাস্টিকের ওপর নির্ভরতা কমাতে ও প্লাস্টিকদূষণের সংকট সমাধানে আরো কাজ করবে বলে আশা করছেন তারা। গবেষণাটি মেটাবলিক ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প