weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৪৮% , শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুরান ঢাকায় ভবনে আগুন, নিহত ১

প্রকাশ : ০৭-০৪-২০২৫ ১১:৪৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ ছয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর ৪টা ১০ মিনিটে নাজিমউদ্দিন রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটি প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ভোর সোয়া পাঁচটার দিকে আগুন নির্বাপণ করে।

শাহজাহান বলেন, ভবনটির দোতলা থেকে চতুর্থ তলার বাসা থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু আলোচনা স্থগিত যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু আলোচনা স্থগিত এপ্রিলে অনলাইনে ২৯৬ ভুল তথ্য শনাক্ত করলো রিউমর স্ক্যানার এপ্রিলে অনলাইনে ২৯৬ ভুল তথ্য শনাক্ত করলো রিউমর স্ক্যানার সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা সীমান্তের এলওসি বরাবর টানা অষ্টমবার পাক-ভারত গোলাগুলি সীমান্তের এলওসি বরাবর টানা অষ্টমবার পাক-ভারত গোলাগুলি চিকিৎসা পেয়ে বনে ফিরে গেল হাতিটি চিকিৎসা পেয়ে বনে ফিরে গেল হাতিটি