weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬২% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পৃথক মামলায় সাবেক তিন মন্ত্রীসহ গ্রেপ্তার ৭

প্রকাশ : ০৩-০২-২০২৫ ১৭:১২

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বিভিন্ন থানায় করা পৃথক মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক তিন মন্ত্রীসহ ৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এদিন সকাল সাড়ে ৯টায় আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। এরপর শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তাররা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং যুবলীগ কর্মী তাজুল ইসলাম তাজু।

রাজধানীর মিরপুর থানার রাকিবুল হোসেন ও মো. মহিউদ্দিন হত্যার পৃথক দুই মামলায় কামাল আহমেদ মজুমদার, বাড্ডা থানাধীন আফতাব নগর মেইন গেট এলাকায় মো. আল আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কদমতলী থানার মামলায় আনিসুল হক ও জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

এছাড়াও মিরপুর থানার মামলায় জামাল মোস্তফা, রোকেয়া জামান ও তাজুল ইসলাম তাজুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা