weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬০% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিদিন সকালে ভেজানো কিশমিশ খেলে মিলবে উপকার

প্রকাশ : ২৭-০৯-২০২৫ ১১:৫৩

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
সকালে খালি পেটে কী খাওয়া উপকার– এমন ভাবনা আমাদের সবার মাঝেই থাকে। এমন কিছু খাবার আছে, যেগুলো সকালবেলায় খালি পেটে খেলে শরীরের নানা সমস্যা দূর হয় আর উপকারও পাওয়া যায়। তেমনই একটি সাধারণ কিন্তু দারুণ উপকারী খাবার হলো ভেজানো কিশমিশ।

আমরা অনেকেই সকালে সময়ের অভাবে ঝটপট স্যান্ডউইচ বা ফাস্টফুড খেয়ে নিই। কিন্তু এসব খাবার দীর্ঘদিন খেলে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য— এসব লেগেই থাকে। তার চেয়ে অনেক সহজ একটি সমাধান হচ্ছে প্রতিদিন সকালে কয়েকটি ভেজানো কিশমিশ খাওয়া।

চলুন জেনে নিই, খালি পেটে ভেজানো কিশমিশ খেলে কী কী উপকার পাওয়া যায়—

কোষ্ঠকাঠিন্য কমায়: কিশমিশে আছে প্রাকৃতিক ফাইবার ও হালকা রেচক গুণ। এটি পেট পরিষ্কার করতে সাহায্য করে, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তারা উপকার পাবেন নিয়মিত খেলে।

গ্যাস্ট্রিক ও বদহজমে দারুণ কাজ করে: যাদের প্রায়ই পেটে গ্যাস বা অ্যাসিডের সমস্যা হয়, তারা খালি পেটে ভেজানো কিশমিশ খেলে খুব দ্রুত উপকার পেতে পারেন। এটি পেট ঠান্ডা রাখে, অন্ত্রের প্রদাহ কমায় ও হজমে সাহায্য করে।

হৃদযন্ত্র ভালো রাখে: কিশমিশ শরীর থেকে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হার্টের সুস্থতায় ভূমিকা রাখে। ভেজানো কিশমিশের পানি খেলে তাতে থাকা ভিটামিন ও মিনারেল সহজে শরীরে মিশে যায়।

লিভার ও কিডনিকে চাঙ্গা রাখে: রক্ত পরিষ্কার রাখতে লিভার ও কিডনির ভালোভাবে কাজ করা দরকার। কিশমিশ ভেজানো পানি এই দুটি অঙ্গকে সক্রিয় রাখতে সাহায্য করে, ফলে শরীর থাকে ফিট।

পুষ্টির ঘাটতি পূরণ করে: যাদের শরীরে অপুষ্টির সমস্যা বা ওজন কম, তারা প্রতিদিন কিশমিশ খেলে ধীরে ধীরে শরীর সুস্থ হয়ে উঠবে। এতে থাকা প্রাকৃতিক সুগার (গ্লুকোজ ও ফ্রুকটোজ) শরীরকে শক্তি দেয়।

ক্যানসার প্রতিরোধে সাহায্য করে: বিশেষজ্ঞরা বলছেন, কিশমিশে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন ক্যাটেচিন ও পলিফেনল শরীরকে ক্যানসারের মতো জটিল রোগ থেকে রক্ষা করতে পারে।

রক্তচাপ ও রক্তাল্পতা নিয়ন্ত্রণে রাখে: পটাশিয়াম ও আয়রনে ভরপুর কিশমিশ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি আয়রন হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, ফলে রক্তশূন্যতার ঝুঁকিও কমে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: কিশমিশে থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে মজবুত করে। ফলে সহজে রোগবালাই হয় না।

সকালে খালি পেটে পাঁচ-সাতটি কিশমিশ রাতে পানিতে ভিজিয়ে রেখে খাওয়ার অভ্যাস করুন। এক সপ্তাহ খেলে নিজেই উপকার টের পাবেন। খাবার হিসেবেও সহজ, পুষ্টিও ভরপুর– এমন একটা জিনিসকে আর এড়িয়ে যাবেন কেন!

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে