weather ১৯.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের মা হলেন ইলিয়ানা ডি’ক্রুজ

প্রকাশ : ২৮-০৬-২০২৫ ১৬:০৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
গত বছর প্রথম সন্তান কোয়া ফিনিক্সের জন্ম দেন ইলিয়ানা ডি’ক্রুজ। এক বছরের মধ্যেই দ্বিতীয়বার মা হলেন তিনি। শনিবার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন। 

অভিনেত্রী জানান, ১৯ জুন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নিজের পোস্টে সদ্যোজাত সন্তানের একটি সাদাকালো ছবি দিয়েছেন তিনি।

ইলিয়ানা লিখেছেন, ‘কিয়ানু রাফে ডোলানের সঙ্গে পরিচয়–আলাপ করিয়ে দিলাম। যার জন্ম হয়েছে ২০২৫ সালের ১৯ জুন।’ নিজের পোস্ট স্বামী মাইকেলকে ট্যাগও করেছেন অভিনেত্রী।ইলিয়ানার পোস্টে অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেক তারকাই। চলতি বছরের শুরুতেই ইলিয়ানা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ইলিয়ানা ও মাইকেল ২০২৩ সালে বিয়ে করেন। সেই বছরই অভিনেত্রী জানান, তিনি প্রথম সন্তানের মা হতে চলেছেন।

বিয়ের পর থেকেই অভিনয়ে নেই ইলিয়ানা। জানিয়েছেন, মাতৃত্বকালীন বিরতি শেষে শিগগিরই অভিনয়ে ফিরবেন। গত মে মাসে মুক্তি পায় ‘রেইড ২’ সিনেমাটি। রাজকুমার গুপ্তার ছবির প্রথম কিস্তিতে ইলিয়ানা থাকলেও মাতৃত্বকালীন বিরতিতে থাকায় সিকুয়েল থেকে বাদ পড়েন। তার জায়গায় ছবিতে অভিনয় করেন বাণী কাপুর।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ দিবে রাশিয়া: পুতিন ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ দিবে রাশিয়া: পুতিন শারীরিক অবস্থা ঠিক থাকলে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে শারীরিক অবস্থা ঠিক থাকলে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে ছুটির দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ ছুটির দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে ছিল ২ চিরকুট চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে ছিল ২ চিরকুট সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে