weather ১৭.৯৯ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলির নেপথ্যে কী

প্রকাশ : ১৪-০৯-২০২৫ ১১:৪৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতের উত্তর প্রদেশে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালিয়েছে দুই অজ্ঞাত হামলাকারী। এনডটিভি লিখেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনায় কেউ আহত হননি, তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রীর বাবা জগদীশ পাটানি বলেন, সকালে দুইজন ব্যক্তি বাড়িতে এসে গুলি চালায়। একজন বাইকে ছিল এবং হেলমেট পরেছিল; অন্যজনের হাতে বন্দুক ছিল এবং সে হেলমেট পরে ছিল না। আমরা ভয়ে গুলির সংখ্যা গোনার সাহস পাইনি। এটি এমন একটি স্বয়ংক্রিয় অস্ত্র ছিল যা ট্রিগার টানলেই একসঙ্গে বহু রাউন্ড ছোড়ে।’

এ ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে জগদীশ বলেন, আমাদের পুরো পরিবার আতঙ্কিত। পুলিশ ঘটনাস্থল থেকে তদন্ত শুরু করেছে, বন্দুকধারী কেউ ধরা পড়লে আরো তথ্য জানা যাবে। 

হঠাৎ কেন এই নায়িকার বাড়ি লক্ষ্য করে গুলি করা হল–সেই প্রশ্ন ভক্ত অনুরাগীদের মনে।

এনডটিভি লিখেছে, দিশা পাটানির বোন অবসরপ্রাপ্ত মেজর খুশবু পাটানির এক মন্তব্যের জেরে এ ঘটনা ঘটেছে।

গত জুলাইয়ে সোশাল মিডিয়ায় তিনি ভারতীয় ধর্মগুরু অনিরুদ্ধ আচার্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং তার ‘নারীবিদ্বেষী’ মন্তব্যের জন্য সমালোচনা করেছিলেন।

খুসবুর মন্তব্যের জেরেই বাড়িতে হামলা হয়েছে বলে মনে করছেন দিশার বাবা জগদীশ। তবে তার ভাষ্য, মেয়ের ওই মন্তব্যে 'অশোভন' কিছু ছিল না।

খুসবুর পক্ষ নিয়ে তিনি বলেন, আমি মনে করি না কেউ অশোভন কিছু বলেছে। যদি আচার্যজি মহিলাদের নিয়ে কিছু বলেন, আমার মেয়ে তারও জবাব দিয়েছে। এটি তার মত প্রকাশের স্বাধীনতা। এত বড় করে দেখার কিছু নেই।

এদিকে এই হামলার দায় স্বীকার ও নতুন করে হুমকি এসেছে রোহিত গোদারা-গোল্ডি ব্রার নামের এক চক্র থেকে। এই চক্রের সদস্য বীরেন্দ্র চারণ সোশাল মিডিয়ায় এক পোস্টে লেখেন, ভবিষ্যতে যদি কেউ ধর্ম বা সাধু-সন্তদের বিরুদ্ধে মন্তব্য করেন, তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে।

যদিও রোহিত গোদারা কিছুক্ষণ পরে সোশাল মিডিয়া থেকে এই পোস্ট মুছে দেন। তবে এর স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় দিশা পাটানি এখনো কোনো মন্তব্য করেননি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প