বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন সাবেক এমপির ভাই, সংবাদ সম্মেলনে অভিযোগ
প্রকাশ : ২২-১০-২০২৫ ১৩:১০

ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
আশুলিয়া থানা বিএনপির নেতা ও জাতীয়তাবাদী তাঁতীদলের আশুলিয়া থানা শাখার ১ নম্বর সহ-সভাপতি মোহাম্মদ বকুল ভূঁইয়া অভিযোগ করেছেন, স্থানীয় সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবুর ভাই দেওয়ান মইনুদ্দিন বিপ্লব তার পরিবারকে ভয়ভীতি, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে আসছেন।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বকুল ভূঁইয়া বলেন, ২০০৯ সালে আমি ইস্টার্ন হাউজিংয়ের এলওডি মালিকের কাছ থেকে জমি ক্রয় করি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় প্রভাবশালী একটি চক্র আমার জমি দখল করে নেয়। পরবর্তীতে মালিকের কাছ থেকে নতুন করে টাকা দিয়ে জমিটি বুঝে নেওয়ার পর থেকেই বিপ্লব ও তার অনুসারীরা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছেন।
বকুল ভূঁইয়া অভিযোগ করেন, দেওয়ান মইনুদ্দিন বিপ্লব তার ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে একাধিকবার প্রাণনাশের হুমকি দেন। তিনি বলেন, বিপ্লব সরাসরি আমাকে বলেছেন— তোমার ছেলেকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাব। তিনি আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, এমনকি আইজিপির নাম ব্যবহার করেও ভয় দেখিয়েছেন।
তিনি আরও জানান, বিপ্লবের হুমকির কারণে তার ছেলে রনি বর্তমানে আশুলিয়ায় ফিরতে পারছেন না। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
বকুল ভূঁইয়ার অভিযোগ, সাবেক এমপি পরিবারের রাজনৈতিক আক্রোশ থেকেই তাদের ওপর এ নির্যাতন চালানো হচ্ছে।
‘আমরা বিএনপি করি— এটাই আমাদের একমাত্র অপরাধ। শেখ হাসিনার আমলেও নির্যাতিত হয়েছি, এখনো তারই দলের সাবেক এমপি পরিবারের হাতে হয়রান হচ্ছি,’ বলেন তিনি।
এ ছাড়া তিনি দাবি করেন, দেওয়ান মইনুদ্দিন বিপ্লব তার ব্যবসা দখলেরও চেষ্টা চালিয়েছেন এবং প্রকাশ্যে বলেছেন, টাকা না দিলে ব্যবসা করতে দেবেন না।
তার ভাষায়, বিপ্লবের লোকজন একাধিকবার আমাদের ফ্যাক্টরিতে অস্থিরতা সৃষ্টি করেছেন এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেছেন। এমনকি দুইবার মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাদের বাড়িতে সেনাবাহিনী পাঠানো হয়, যদিও তারা এসে কিছুই পাননি।
রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের সময় আমি ও আমার পরিবার মাঠে থেকে বিএনপির কর্মসূচিতে অংশ নেই, কিন্তু সাবেক এমপি সালাউদ্দিন বাবু ও তার ভাইকে তখন আন্দোলনে দেখা যায়নি।
‘শেখ হাসিনার পতনের পর থেকে তারা হঠাৎ ফেসবুকে সক্রিয় হয়ে নানা অপপ্রচার শুরু করেছেন,’ বলেন বকুল ভূঁইয়া।
সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, ‘আপনারা সত্যের পাশে থাকুন, নিরপেক্ষভাবে আমাদের পরিবারের ওপর হওয়া অন্যায় নির্যাতন তুলে ধরুন।’
এসব বিষয়ে অভিযুক্ত বিপ্লবকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com