weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৬৯% , বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

প্রকাশ : ০১-০২-২০২৫ ১১:০৪

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
বিশ্ব ইজতেমায় শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। গাজীপুর জেলার টঙ্গীর তুরাগ নদের তীরে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ইয়াকুব আলী (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাগবপুর গ্রামের মৃত নওয়াব উল্লার ছেলে। রায়ী নেজাম, তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে খিত্তায় অসুস্থ হয়ে ইয়াকুব আলী নামের এক মুসল্লির মৃত্যু হয়। ইজতেমা ময়দানে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে শুক্রবার দুপুরের দিকে শেরপুর ৪৬ নম্বর খিত্তায় ছাবেদ আলী নামে এক মুসল্লির মৃত্যু হয়। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জেলা থেকে আগত আব্দুল কুদ্দুস গাজী নামে আরেক মুসল্লির মৃত্যু হয়।

এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। 

এছাড়া দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে। মাওলানা আহমাদ লাটের বক্তব্যের মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম এ আয়োজন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘দিবস দিয়া কী অইব?’ ‘দিবস দিয়া কী অইব?’ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই মহান মে দিবস আজ মহান মে দিবস আজ গরুর হাটের ইজারায় দুর্নীতির অভিযোগ, ঢাকা উত্তরে দুদকের অভিযান গরুর হাটের ইজারায় দুর্নীতির অভিযোগ, ঢাকা উত্তরে দুদকের অভিযান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ ট্রাইব্যুনালের