বুকার জিতলেন ভারতীয় লেখক বানু মুশতাক
প্রকাশ : ২১-০৫-২০২৫ ১২:০৩

লেখক বানু মুশতাক ও অনুবাদক দীপা ভাস্তি, ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বসাহিত্যের মর্যাদাসম্পন্ন স্বীকৃতি আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতলেন ভারতীয় লেখক, আইনজীবী ও মানবাধিকারকর্মী বানু মুশতাক। ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প’-এর জন্য ৭৭ বছর বয়সী এই লেখক মঙ্গলবার (২০ মে) পুরস্কার পান।
লন্ডনের বিখ্যাত টেট মডার্ন গ্যালারিতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে বানু মুশতাক বলেন, আমি এই পুরস্কার কোনো ব্যক্তিগত অর্জন হিসেবে নিচ্ছি না। এটি এমন এক কণ্ঠস্বরের স্বীকৃতি, যা আরো বহু অবদমনকৃত কণ্ঠের সঙ্গে মিলে উচ্চারিত হয়েছে।
বানু মুশতাক কান্নাড়া ভাষায় লেখালেখি করেন, যা দক্ষিণ ভারতের একটি প্রধান ভাষা। আন্তর্জাতিক বুকার ইতিহাসে এই প্রথমবার কান্নাড়া ভাষার সাহিত্যকর্ম এই সম্মানে ভূষিত হলো। তার গল্পসংকলনটি ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি, যিনি শুধু অনুবাদকই নন, গল্প নির্বাচনেও বানুকে সহায়তা করেছেন।
বুকার পুরস্কারের নিয়ম অনুযায়ী, ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬৭ হাজার ডলার) মূল্যের এই পুরস্কার লেখক ও অনুবাদক সমানভাবে ভাগ করে নেবেন।
‘হার্ট ল্যাম্প’ গ্রন্থটিতে ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়কালে লেখা মোট ১২টি ছোটগল্প সংকলিত হয়েছে। গল্পগুলোর কেন্দ্রে রয়েছে দক্ষিণ ভারতের মুসলিম সমাজ, বিশেষ করে নারীদের জীবন, সংগ্রাম ও অভিজ্ঞতা। গল্পে ফুটে উঠেছে ধর্ম, সমাজ ও রাষ্ট্র কীভাবে নারীদের উপর নিঃশর্ত আনুগত্য আরোপ করে এবং সেটির প্রতিক্রিয়ায় তারা কীভাবে নিপীড়নের শিকার হয়।
পুরস্কার গ্রহণের পর বানু বলেন, আমার প্রতিটি গল্প নারীদের ঘিরে আবর্তিত। আমি দেখাতে চেয়েছি, কীভাবে সমাজ ও ধর্মীয় কাঠামো নারীদের কেবল অধীনস্থ চরিত্রে গড়ে তোলে এবং তাদের স্বর দমন করে।
আন্তর্জাতিক বুকার পুরস্কারের বিচারকমণ্ডলীর সভাপতি ম্যাক্স পোর্টার বইটিকে ‘ইংরেজি ভাষাভাষী পাঠকদের জন্য সত্যিকারের নতুন কিছু’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এটি একটি বিপ্লবাত্মক অনুবাদ— যা শুধু ভাষার অনুবাদ নয়, বরং ভাষার সম্ভাবনাকে সম্প্রসারিত করে। এটি অনুবাদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায় এবং নতুন ইংরেজির সম্ভাবনা তৈরি করে।
বানু মুশতাক শুধু সাহিত্যিক নন, বরং একজন আইনজীবী ও মানবাধিকারকর্মী হিসেবেও সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে নারী অধিকার, সংখ্যালঘু সুরক্ষা এবং সামাজিক বৈষম্যবিরোধী লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এই পুরস্কার তার সাহিত্যের স্বীকৃতি তো বটেই, পাশাপাশি সামাজিক বাস্তবতার কণ্ঠস্বর হিসেবেও তাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com