weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কাঠের গল্প : তিন ছাপচিত্র শিল্পীর প্রদর্শনী

প্রকাশ : ১৮-০৬-২০২৫ ১৬:৫৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে ‘টিম্বার টেইলস’ শিরোনামের যৌথ চিত্র প্রদর্শনী। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চিত্রশিল্পী মনিরুল ইসলাম। 

উদ্বোধনী আয়োজনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান আনিস, শিল্পী আহমেদ নাজির, শিল্পী নাজির খান খোকন, শিল্পানুরাগী মঈন মুনতাসির এবং শিল্প-সমালোচক রফিক সুলায়মান।   

এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী তিন তরুণ শিল্পী হলেন আবু আল নাঈম, রাকিব আলম শান্ত ও শাকিল মৃধা। তিনজনই উডব্লক প্রিন্ট মাধ্যমে ছাপাই ছবি উপহার দেন। প্রদর্শনীতে প্রায় ২০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এসব শিল্পকর্মে সমসাময়িক নানা থিম এবং চিন্তার প্রতিলন দেখা যায়। আবার অস্তিত্ব, পরিবেশ, স্মৃতি, সংকট এবং সামাজিক আখ্যানকে  উপজীব্য করেও শিল্পীত্রয়ী ছবি এঁকেছেন। 

রাকিব আলম শান্ত তার সাহসী, বৃহৎ আকারের সাদা-কালো উডকাট প্রিন্টের জন্য পরিচিত, যেখানে রূপ ও বৈপরীত্য স্পষ্টভাবে ধরা পড়ে। শাকিল মৃধা তার শৈশবের গ্রামীণ জীবনের স্মৃতি, রং ও ছন্দকে কাজে লাগিয়ে তৈরি করেছেন এক উষ্ণ ও স্নিগ্ধ চিত্রভাষা। 

অন্যদিকে, আবু আল নাঈম ধারাবাহিকভাবে নিরীক্ষাধর্মী পন্থায় কাজ করে চলেছেন, যেখানে ঐতিহ্যবাহী মাধ্যমের সঙ্গে আধুনিক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটেছে। মৌলিক রঙ এবং ট্রাডিশনাল ড্রয়িং তার ছাপাই ছবির বৈশিষ্ট্য।   

তিনজন শিল্পী সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগ থেকে বিএফএ ও এমএফএ সম্পন্ন করেছেন এবং সেখানেই তাদের নিজস্ব শিল্পভাষা গড়ে তুলেছেন। 

প্রদর্শনীটি ২৫ জুন পর্যন্ত চলবে। সপ্তাহের সোমবার থেকে শনিবার প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু