weather ১৬.৯৯ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন বিমান হামলা: সিরিয়ায় আল-কায়েদা নেতা নিহত

প্রকাশ : ১৭-০২-২০২৫ ১২:০৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
উত্তর-পশ্চিম সিরিয়ায় বিমান হামলায় আল-কায়েদার সহযোগী একটি সংগঠনের শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকম জানিয়েছে, নিহত ব্যক্তি ‘সন্ত্রাসী সংগঠন হুররাস আল-দিনের একজন শীর্ষ অর্থ ও লজিস্টিক কর্মকর্তা’ ছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে হামলা সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি সেন্টকম। দীর্ঘদিন ধরেই মার্কিন বাহিনী হুররাস আল-দিন গোষ্ঠীর নেতাদের টার্গেট করে হামলা চালিয়ে আসছে।

বিবৃতিতে আরো বলা হয়, এই অভিযান ‘সেন্টকমের চলমান প্রতিশ্রুতির অংশ, যা অঞ্চলটির অংশীদারদের সঙ্গে মিলে সন্ত্রাসীদের পরিকল্পনা, সংগঠন ও হামলার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত ও দুর্বল করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।’

গত ৩০ জানুয়ারি সিরিয়ায় হুররাস আল-দিনের আরেকজন নেতা মার্কিন সামরিক বাহিনীর এক বিমান হামলায় নিহত হন। উত্তর-পশ্চিম সিরিয়ার বাতাবো গ্রামের কাছে মহাসড়কে তার গাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

মার্কিন সেনাবাহিনীর প্রায় ৯০০ সেনা সিরিয়ায় মোতায়েন রয়েছে। আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে তারা। ২০১৪ সালে এই জোট গঠিত হয়েছিল, যখন এই সশস্ত্র গোষ্ঠী ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে নিয়েছিল। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প