weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েন শ্রীদেবী

প্রকাশ : ৩১-১২-২০২৪ ১১:৩৬

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক
মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবী পরস্পরকে গভীরভাবে ভালোবাসতেন। বিষয়টি নিয়ে এক সময় অনেক আলোচনা হয়েছে। কিন্তু টেকেনি দুই তারকার সম্পর্ক।এত বছর পর তাদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুজাতা মেহতা। জানালেন, বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রয়াত অভিনেত্রী।

হিন্দি রাশ নামক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী সুজাতা মেহতা কথা বললেন মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবীর প্রেম নিয়ে।অনেকে বলেন, মিঠুন এবং শ্রীদেবীর নাকি বিয়েও হয়েছিল। যদিও সুজাতা নিজে কখনো এই বিষয়ে প্রয়াত অভিনেত্রীকে জিজ্ঞেস করেননি বলে জানান।কেন জিজ্ঞেস করেননি, সেটিও খোলাসা করেছেন সাক্ষাৎকারে। 

সুজাতা জানান, ‘শ্রীদেবী ওই সময় মানসিকভাবে খুব ডিস্টার্বড ছিলেন। তবে কাজের জায়গাটা ঠিক রেখেছিলেন।বিচ্ছেদের পরও কাজ, শ্যুটিংয়ে ফোকাস টিকিয়ে রেখেছিলেন শ্রীদেবী, আর এমন ভাব দেখাতেন যেন মিঠুন নামের কেউ কোনোদিন ছিলই না।

সুজাতা জানান, শ্যুটিংয়ের পর এক কোনায় গিয়ে চুপচাপ বসে থাকতেন অভিনেত্রী।তার কথায়, ‘এটি বলতে পারি ওই বিচ্ছেদ শ্রীকে একেবারে যেন ভেঙে দিয়েছিল। আমার মনে হয়, ওরা একে অন্যকে পাগলের মতো ভালোবাসত। অনেকেই বলেন ওরা নাকি বিয়েও করেছিল।’

১৯৮০-এর দশকের শেষ দিকে তাদের প্রেমের গুঞ্জন রটে। সেই সময় শ্রীদেবী তার ক্যারিয়ারের সফলতম স্থানে অবস্থান করছিলেন। অন্যদিকে মিঠুন ততদিনে বিবাহিত। তার সঙ্গে যোগিতা বালির বিয়ে হয়েছিল।এই বিষয়ে বলে রাখা ভালো, যোগিতাকে বিয়ে করার আগে হেলেনা লিউককে বিয়ে করেছিলেন মিঠুন।

 তখনই খবর রটে, মিঠুন নাকি প্রেম করছেন শ্রীদেবীর সঙ্গে। যদিও এই বিষয়ে কখনোই তারা খোলসা করেননি কিছু। বরং এড়িয়ে গেছেন সকল গুঞ্জনকে।১৯৮৫ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চুপিসারে চলেছিল মিঠুন এবং শ্রীদেবীর এই প্রেম। 

শ্রীদেবী এবং মিঠুনের প্রেমের কথা জানতে পেরেই নাকি যোগিতা আত্মহত্যা করতে গিয়েছিলেন। এরপর শ্রীদেবীও বোঝেন যে যোগিতা বালিকে ডিভোর্স দেবেন না মিঠুন।

এরপর ১৯৮৭ সালে বনি কাপুর শ্রীদেবীর জীবনে আসেন। প্রথমে পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দিলেও একটা সময় তার গলাতেই মালা দেন অভিনেত্রী। শ্রীদেবী ও বনি বিয়ে করেন। তাদের সংসারে দুইটি কন্যা সন্তানের জন্ম নেয়।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে