weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মোনালি ঠাকুরের সংসার ভাঙছে

প্রকাশ : ০৪-০৯-২০২৫ ১১:৩৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর ভালোবেসে বিয়ে করেন এক বিদেশিকে। গায়িকার স্বামী মাইক রিচটের সুইজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক। শোনা যাচ্ছে মোনালি ঠাকুরের সংসার ভাঙতে যাচ্ছে।

করোনা মহামারীরর সময়ে গায়িকা জানিয়েছিলেন, তিন বছর আগেই নাকি তিনি বিয়ে সেরে ফেলেছেন। শুরুতে সব ঠিকঠাক থাকলেও এখন সম্পর্কে জটিলতা দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মোনালি তার স্বামী মাইকের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। লং ডিসটেন্স বিয়ের কারণে মোনালি ও তার স্বামীর মধ্যে দূরত্ব চলে এসেছে, আর যে কারণে দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইতোমধ্যেই গায়িকা ইনস্টাগ্রামে তার স্বামী মাইককে আনফলো করে দিয়েছেন। দুজনের মধ্যে এখন কথাবার্তাও হয় না। খুব শিগগিরই তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতাও ঘোষণা আসবে। 

গত বছর মোনালির মায়ের মৃত্যুর আগে স্পষ্ট হয়ে গিয়েছিল সবকিছু। সেই সময়ই তিনি তার স্বামীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছিলেন। মোনালি ও মাইকের দাম্পত্যে ফাটল যে ধরেছে, তা একেবারে স্পষ্ট ছিল।

এই দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কয়েক বছরে তাদের সম্পর্কে অনেক পরিবর্তন হয়েছে। দম্পতি হিসেবে এখন আর কেউ তাদের নিয়ে কথা বলে না। দুজনের একসঙ্গে হওয়ারও আর সম্ভাবনা নেই।

তিন বছর ধরে মোনালি ও মাইক তাদের বিয়ের কথা গোপন রেখেছিলেন। ২০২০ সালে প্রথমবার গায়িকা তার বিয়ে নিয়ে কথা বলেন। সে সময় মোনালি জানান, একটি ট্রিপে ঘুরতে গিয়ে তাদের পরিচয়। সেখান থেকেই পরিণয়, এরপর বিয়ে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু