weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে দম্পতিকে মারধর করে ডাকাতি, বাড়িওয়ালা বৃদ্ধের মৃত্যু

প্রকাশ : ০৮-০৭-২০২৫ ১১:৪৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকার যাত্রাবাড়ীতে গ্রিল কেটে এক বাসায় ঢুকে বৃদ্ধ দম্পতিকে মারধর করে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে ভুক্তভোগীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে গৃহকর্তা ইসমাইলকে (৮০) মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের স্ত্রী ৭৫ বছর বয়সী সালেহা বেগম ‘আশঙ্কাজনক অবস্থায়’ চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হোসেন।

তিনি বলেন, যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার ইত্যাদি গলির চারতলা বাড়ি ‘খান ভিলার’ দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন ওই দম্পতি। আমরা ডাকাতির খবর পেয়ে ওই বাসায় যাই, সেখানে কাউকে না পেয়ে আহত অবস্থায় দম্পতিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালে স্বামীর মৃত্যু হয়, আর তার স্ত্রীর চিকিৎসা চলছে। 

এসআই আওলাদ বলেন, আমরা যতটুকু শুনেছি, সোমবার রাতের কোনো একসময় ওই বাসায় গ্রিল কেটে কয়েকজন প্রবেশ করে ওই দম্পতিকে আহত করে জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে লুট হওয়া জিনিসপত্রের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে ওই দম্পতির মেয়ে, কদমতলীর রায়েরবাগের বাসিন্দা সালমাসহ স্থানীয়রা ঢাকা মেডিক্যালে আসেন।

সালমা বলেন, বাসায় গ্রিল ডাকাত ঢুকে তাদেরকে মারধর করে। একপর্যায়ে তার বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে, আর তার মাকে গুরুতর আহত করে। ঘরে থাকা টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে বলে অভিযোগ করেন তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু