weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধাবস্থায় ইরানি নোবেলজয়ী নার্গিস ও শিরিন কোথায়?

প্রকাশ : ২৪-০৬-২০২৫ ১৩:২৪

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের মানবাধিকারকর্মী ও শান্তিতে নোবেল পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদি ও শিরিন এবাদি ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। গণতন্ত্র এবং নারী, শিশু ও শরণার্থী অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন শিরিন এবাদি। বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন।

অন্যদিকে নারী অধিকার এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মদি। তিনি এখন তেহরানের এভিন কারাগারে বন্দি।

নার্গিস মোহাম্মদি এবং শিরিন এবাদি সম্প্রতি ইসরায়েল-ইরানের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। নোবেল উইমেনস ইনিশিয়েটিভ ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তারা বলেন, ‘যুদ্ধ বন্ধ করুন, ধ্বংসের বদলে সংলাপের পথ বেছে নিন।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের শুরু করা এই যুদ্ধ এরই মধ্যে বিপুল মানবিক সংকট সৃষ্টি করেছে এবং এটি বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক সংঘাতের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। নারী ও শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকরা প্রাণ হারাচ্ছেন।’

বিবৃতিতে শিরিন এবাদি ও নাগরিক সমাজের কর্মীরা যুদ্ধ থামিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, ইরান ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা বন্ধ করা এবং পারস্পরিক অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের দাবি জানিয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু