weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

প্রকাশ : ০৬-০৭-২০২৫ ১০:৪৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) ভোরে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দেওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতারা হলেন, আশরাফ আলী ও নেহার খাতুন। তারা খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই আলামিন। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতাকর্মী আজ ভোররাতে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। ভোর পৌনে পাঁচটার দিকে উত্তরা দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে নেওয়া হয়েছে। কাভার্ড‌ভ্যানটিকে জব্দ ও চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবে বাফুফে, মধ্যরাতের আয়োজন নিয়ে সমালোচনা ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবে বাফুফে, মধ্যরাতের আয়োজন নিয়ে সমালোচনা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পঞ্চগড়ে শিশুকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪ পঞ্চগড়ে শিশুকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪ রাজধানীর হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু রাজধানীর হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু