weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৬২% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহের কথা জানালেন জেলেনস্কি

প্রকাশ : ০৬-০২-২০২৫ ১২:০১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সেই আলোচনায় উপস্থিত থাকতে হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এ শর্ত জুড়ে দেন তিনি।

প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। স্থানীয় সময় বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে শতাধিক ড্রোন ও দুটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলেনস্কি বাহিনী। এতে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া না গেলে অর্ধশতাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে কিয়েভ।

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান পরিবর্তন করেছেন জেলেনস্কি। সম্প্রতি যুক্তরাজ্যের সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি সংলাপে বসতে প্রস্তুত তিনি। যদি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনা এবং প্রাণহানি ঠেকানোর এই একটি মাত্র পথই খোলা থাকে তবে দেশের স্বার্থে তাই করা হবে।

জেলেনস্কি আরো বলেন, সত্যি বলতে পুতিন একজন খুনি ও সন্ত্রাসী। মিত্ররা যদি মনে করে আমাদের কূটনৈতিক আলোচনায় বসা উচিত তবে তাই সই। তবে সেখানে রাশিয়া-ইউক্রেনের পাশাপাশি অবশ্যই মার্কিন এবং ইউরোপের প্রতিনিধিদের থাকতে হবে। পুতিনের সঙ্গে কথা বলার জন্য রাজি হওয়া এরইমধ্যে একটি আপসের বিষয়।

এদিকে, জেলেনস্কির এমন শর্ত জুড়ে দেওয়ার পর মুখ খুলেছে রুশ প্রশাসনও। এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভা পর্যায়ে আলোচনা চলছে। আপাতত এর বেশি কোনো তথ্য দেওয়া যাবে না বলে জানান তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা