রোহিঙ্গাদের নতুন সহায়তার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
প্রকাশ : ০২-১০-২০২৫ ১০:৪১

ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ছয় কোটি ডলার এবং যুক্তরাজ্য দুই কোটি ৭০ লাখ পাউন্ড দেবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের এ প্রতিশ্রুতি আসে।
ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংঘাত ও নির্যাতনের কারণে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গাকে খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জীবন রক্ষাকারী পরিষেবা দেবে যুক্তরাজ্য। এই অর্থায়ন রোহিঙ্গা নিয়ে কাজ করা বিশ্বস্ত অংশীদারদের মাধ্যমে করা হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা করেছেন।
এ ছাড়া যুক্তরাজ্যের অনুদানে এক লাখ ৭৫ হাজার নারী ও মেয়েকে যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে; যা যৌন, শারীরিক ও মানসিক ক্ষতির শিকারদের সহায়তা করবে। ঘোষণাটি মিয়ানমারে রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর দুর্দশা নিয়ে জাতিসংঘের ওই উচ্চ পর্যায়ের সম্মেলন আহ্বানের আগে এসেছে বলে জানায় দেশটি।
অন্যদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র ছয় কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের ওই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। এ জন্য রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রোডম্যাপসহ সাত দফা প্রস্তাব দেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, অর্থায়ন ক্রমেই কমে আসছে। এখন একমাত্র শান্তিপূর্ণ পথ হলো তাদের প্রত্যাবাসন শুরু করা।
ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের দুই কোটি ৭০ লাখ পাউন্ডের মধ্যে ৬০ লাখ পাউন্ড আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে ক্যাম্প ব্যবস্থাপনায় খরচ করা হবে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে তিন মাসের জন্য এক লাখ ৭৪ হাজার ৭০০ জনের বেশি রোহিঙ্গাকে খাদ্য সহায়তার জন্য লাগবে ৬০ লাখ পাউন্ড। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে ৪৩ হাজার রোহিঙ্গার নথিপত্র এবং ৩১ হাজার ৬০০ শরণার্থীকে আইনি সহায়তা প্রদান এবং অন্যান্য কার্যক্রমের অংশ হিসেবে ৩২ লাখ পাউন্ড খরচ করা হবে।
জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) মাধ্যমে দেড় লাখ রোহিঙ্গার জন্য উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি পরিষেবা, ৭৫ হাজার শরণার্থীর জন্য নিরাপদ পানি এবং ৬১ হাজার ৮৪৩ জনের স্বাস্থ্যসেবার জন্য ৪২ লাখ পাউন্ড খরচ করা হবে।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাধ্যমে এক লাখ ৭৫ হাজার নারী ও মেয়েদের যৌন, শারীরিক ও মানসিক ক্ষতির শিকারদের এবং ৬১ হাজার ৩০০ জনকে পরিষেবার জন্য ১৫ লাখ পাউন্ড খরচ করা হবে।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, ডেনিশ রিফিউজি কাউন্সিল, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের মাধ্যমে ২২ লাখ ৪০ হাজার পাউন্ড দেওয়া হয়েছে। এ তহবিল এক লাখ ৩৮ হাজার ২০০ রোহিঙ্গা এবং ৪৬ হাজার ৬০ ঝুঁকিপূর্ণ স্থানীয়দের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পরিষেবার জন্য খরচ করা হবে। এ ছাড়া জাতিসংঘ এবং এনজিও অংশীদারদের একটি পরিসরের মাধ্যমে ৪০ লাখ পাউন্ড দেওয়া হয়েছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com