weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ মুজিবুরের বাসভবন ভাঙার পাশাপাশি হাসিনাবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২

প্রকাশ : ০৬-০২-২০২৫ ১৬:৫৬

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারকে কেন্দ্র করে গত রাত থেকে ধানমন্ডি ৩২ নম্বরে তার পিতা শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুর করছে ছাত্র-জনতা। ক্রেন, বুলডোজার ও দেশীয় নানা সরঞ্জামের সহায্যে বাড়ি ভাঙার পাশাপাশি হাসিনাবিরোধী নানা স্লোগান দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। শেখ হাসিনাকে ভারতের দোসর আখ্যা নিয়ে তাদের কোনো চিহ্ন বাংলাদেশে না রাখার কথা বলছেন তারা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে ধানমন্ডি ৩২ নম্বরে ঘুরে এমন চিত্র দেখা যায়।

শেখ মুজিবুর রহমানের বাড়িটি ছিল ‘বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর’। এটি ভাঙার পাশাপাশি বিক্ষুব্ধ ছাত্রজনতাকে 'আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'ফ্যাসিবাদের আস্তানা, এই বাংলায় হবে না', নারেয়ে তাকবির, আল্লাহু আকবার', 'জিয়ার সৈনিক এক হও, লড়াই করো' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

স্লোগানদাতারা বলছেন, শেখ হাসিনা ভারতের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ধানমন্ডি ৩২-এর এই বাড়ি সেই ফ্যাসিবাদের প্রতীক। তাই এই বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জয়নাল আবেদিন নামের একজন বলেন, 'হাসিনা দিল্লিতে বসে বসে উসকানি দিচ্ছে। তার লোকজন ফেসবুকে পোস্ট দিয়ে হুমকি-ধমকি দিচ্ছে। আজ তারা কোথায়? এখানে কেন আসছে না। তাদের হুমকিতে আমরা ভয় পাই না। খুনি হাসিনা ও তার স্বৈরাচারী পরিবারের কারো কোনো চিহ্ন আমরা দেশে দেখতে চাই না।'

এ সময় মাইক থেকেও হাসিনাবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। শেখ হাসিনা ও তার দলকে ভারতের সেবাদাস উল্লেখ করে তাদের বাংলাদেশে রাজনীতি করতে না দেওয়ায় ঘোষণা দেন তারা।

শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত সেই কার্যক্রম চলছিল।

প্রসঙ্গত, হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র-জনতাসহ অনলাইন অ্যাকটিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ ও ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন। তারা ঘোষণা দেন, বুধবার রাত ৯টায় শাহবাগে জড়ো হয়ে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে যাত্রা শুরু করবেন। তবে রাত আটটা হতেই সেখানে বিপুল ছাত্র-জনতার জমায়েত হয়। তারা সেখানে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরব পৌঁছেছেন ২২,২০৩ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন ২২,২০৩ বাংলাদেশি হজযাত্রী সিঙ্গাপুরের নির্বাচনে পিএপি’র টানা নিরঙ্কুশ জয় সিঙ্গাপুরের নির্বাচনে পিএপি’র টানা নিরঙ্কুশ জয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে গ্রেপ্তার ৫ সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে গ্রেপ্তার ৫