weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৬৯% , বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহে কাঁপছে ১০ জেলা, তাপমাত্রা বাড়তে পারে শনিবার

প্রকাশ : ১০-০১-২০২৫ ১২:১৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের ১০টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ; যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকার শঙ্কা রয়েছে। শৈত্যপ্রবাহ  চলমান থাকা জেলাগুলো হচ্ছে— রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার। 

শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরো বলা হয়েছে, পরবর্তী তিনদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্য জায়গায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া আগামীকাল শনিবার (১১ জানুয়ারি) ও পরদিন রবিবার (১২ জানুয়ারি) সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

যদি কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক এক থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে ধরা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক এক থেকে আট ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা চার দশমিক এক থেকে ছয় ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর অতি তীব্র শৈত্যপ্রবাহ তখনই হয়, যখন সর্বনিন্ম তাপমাত্রা হয় চার ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে।

এদিকে বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। সেই জেলাগুলো ছিল রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে— নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। আর আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়— সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার বৃহস্পতিবারের চেয়ে প্রায় দুই ডিগ্রি কমে গেলেও আজ রাজধানীর তাপমাত্রা সামান্য বেড়েছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস; বৃহস্পতিবার তা ছিল ১৪ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

দুই দিনের শৈত্যপ্রবাহের পর শনিবার থেকে দেশের গড় তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তররে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। তিনি আজ বলেন, আগামীকাল ও পরের দিনও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘দিবস দিয়া কী অইব?’ ‘দিবস দিয়া কী অইব?’ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই মহান মে দিবস আজ মহান মে দিবস আজ গরুর হাটের ইজারায় দুর্নীতির অভিযোগ, ঢাকা উত্তরে দুদকের অভিযান গরুর হাটের ইজারায় দুর্নীতির অভিযোগ, ঢাকা উত্তরে দুদকের অভিযান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ ট্রাইব্যুনালের