weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সবকিছু পেছনে ফেলে ফিরছেন লিন্ডসে লোহান

প্রকাশ : ০৫-০৮-২০২৫ ১১:৫০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
লিন্ডসে লোহান একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা, ব্যবসায়ী ও ফ্যাশন ডিজাইনার। লোহান আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। মাদক–বিতর্কে তার সম্ভাবনাময় ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গেছে। এমন একটা সময় ছিল, যখন লোহানের নাম শুনলেই প্রশ্ন উঠত— আবার নতুন কোন বিতর্কে জড়ালেন তিনি!

সব বিতর্ক পেছনে ফেলে পর্দায় ফিরছেন তিনি। মা হওয়ার পর লোহানের জীবন বদলে গেছে; তার আশা, নতুন সিনেমা থমকে যাওয়া ক্যারিয়ারে নতুন গতি দেবে।

দুই দশক আগে মুক্তি পাওয়া ‘ফ্রিকি ফ্রাইডে’ ছিল এক মা-মেয়ের সম্পর্কের জটিলতা আর ভালোবাসার মজার গল্প। সেই জনপ্রিয় চলচ্চিত্রেরই সিকুয়েল নিয়ে এবার ফিরছেন লিন্ডসে লোহান ও জেমি লি কার্টিস। নতুন সিনেমার নাম ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’। এবার শুধু দুজন নয়, একসঙ্গে চার চরিত্রের মধ্যে চলে শরীর বদলের গোলকধাঁধা।

লন্ডনের লেস্টার স্কয়ারে সিনেমাটির প্রিমিয়ারে লোহান বললেন, ২০০৩ সালের ছবিটির জন্য মানুষ এখনো ভালোবাসা দেখান। তারা চান এর সিকুয়েল। আর আমি সব সময় এমন ছবি বানাতে চাই, যা মানুষকে আনন্দ দেয়।

সিনেমাটি লোহানের ডিজনিতে প্রত্যাবর্তনের সূচনাও বটে। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২২ সালে ‘ফলিং ফর ক্রিসমাস’ দিয়ে বড় পর্দায় ফেরেন তিনি। ফ্রিকিয়ার ফ্রাইডে হতে যাচ্ছে ডিজনির সঙ্গে এক দশকের মধ্যে তার প্রথম কাজ। তবে ভক্তরা যদি ছবিটি পছন্দ করেন, তাহলে এই ফ্র্যাঞ্চাইজির আরো কিস্তি আসতে পারে, ইঙ্গিত দেন লোহান।

লোহান প্রথম আলোচনায় আসেন ‘দ্য প্যারেন্ট ট্র্যাপ’-এ অভিনয় করে। তবে বিরতির পর অভিনয়ে ফিরতে ভয় পাননি অভিনেত্রী। তিনি বলেন, আমি আমার কাজ ভালোবাসি, আর সেটা সব সময় আমার পারফরম্যান্সে ফুটে ওঠে।

তবে অভিনয়ে ফেরার জন্য সময়টাও ঠিক হওয়া জরুরি ছিল বলে মনে করেন লোহান। ২০২২ সালে বিনিয়োগ উপদেষ্টা বাদার শামাসকে বিয়ে করেন লোহান। পরের বছর মা হন।

মা হওয়ার অভিজ্ঞতা লোহানকে বদলে দিয়েছে। তার ভাষায়, মা হলে জীবনটাই বদলে যায়। তখন কাজ আর সংসারের ভারসাম্য রক্ষাটাও শিখতে হয়, আর এটাই একটা বড় শিক্ষার জায়গা।

২০ বছর বয়সে লোহানের ব্যক্তিগত জীবন ছিল প্রচণ্ড আলোচিত ও ঘূর্ণিপাকের মতো। একাধিকবার গ্রেপ্তার ও পুনর্বাসনকেন্দ্রে যাওয়া, সবকিছু মিলিয়ে অনেক কিছুই পার করেছেন। এখন পেছনে ফিরে তাকালে নিজেকেই বলেন, আরো ধীরে চলতে, আর শুধু নিশ্বাস নিতে...সবকিছুই সময়মতো আসে।

এ ছবিতে মায়ের ভূমিকায় আগের মতোই জেমি লি কার্টিস। লোহান প্রসঙ্গে তিনি বলেন, এটা ঠিক পুনর্মিলনী নয়। কারণ, আমরা সব সময়ই একসঙ্গে ছিলাম। একজন অভিজ্ঞ অভিনেত্রী হিসেবে আমার দায়িত্ব নবীনদের পাশে থাকা। লোহানের সঙ্গে আমার সম্পর্ক কেবল পর্দায় নয়, বাস্তব জীবনেও। ও আমাকে লস অ্যাঞ্জেলেসে এসে তার সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে।

২০২৩ সালে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’-এ অভিনয় করে অস্কার জেতা কার্টিস বলেন, এই সময়ে একে অপরকে বোঝার বড়ই অভাব। এই সিনেমা শেখায়— একজনের জুতায় পা গলিয়ে হাঁটলে হয়তো কিছুটা হলেও বোঝাপড়া তৈরি হতে পারে।

কার্টিস আরো বলেন, হাস্যরসের পাশাপাশি এ ছবিতে এমন কিছু মানবিক ব্যাপার আছে, যেটা সবাইকে স্পর্শ করবে। এ ছবির ধারণা কার্টিসেরই। বলেন, আমিই ডিজনিকে বলেছিলাম, সময় হয়ে গেছে এই ছবি করার। ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার