weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ৯ এমপিসহ ১২ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক

প্রকাশ : ৩১-১২-২০২৪ ১৭:৪১

সিনিয়র রিপোর্টার
অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নসরুল হামিদ বিপু, সাবেক রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ৬ আসনের সাবেক ৮ এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বহিষ্কৃত সাবেক সভাপতি এর বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামীলীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক ব্রিফিংয়ে অনুসন্ধানের বিষয়টি জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও অন্যান্যের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সাবেক রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র, রাজশাহী এবং ৬টি সংসদীয় আসনের ৮ জন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এই ৮ সংসদ সদস্যদের বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক। 

যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন- সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলম, রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক, রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ধারা-মুনসুর এর বিরুদ্ধেও হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু