সালমান-আমিরের উচ্চতা নিয়ে কটাক্ষ করে সমালোচনায় হৃতিক
প্রকাশ : ১৭-০৯-২০২৫ ১১:০৬

ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা হৃতিক রোশানের পুরোনো একটি মন্তব্য নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে আমির খান ও সালমান খানের উচ্চতা নিয়ে রসিকতাপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি।
২০০৪ সালে শুরু হওয়া এই শো’র দ্বিতীয় সিজনে হৃতিক রোশান এবং প্রিয়াঙ্কা চোপড়া অতিথি হিসেবে এসেছিলেন। সেই পর্বের একটি অংশ সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে হৃতিক দুই শীর্ষ তারকার উচ্চতা নিয়ে মন্তব্য করেন, যা অনেকে ‘কটাক্ষ’ হিসেবে দেখছেন।
করণ জোহর তার জনপ্রিয় ‘র্যাপিড ফায়ার’ রাউন্ডে হৃতিককে জিজ্ঞেস করেন, আমির খান না সালমান খান, কার সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী? এই প্রশ্নের জবাবে হৃতিক বলেন, ‘দু’জনেরই তো একই উচ্চতা। যে কোনো একজন।’
এই অপ্রত্যাশিত উত্তরে প্রিয়াঙ্কা চোপড়া হাসিতে ফেটে পড়েন এবং করণ নিজেও বাকরুদ্ধ হয়ে যান। যদিও সেই মুহূর্তে এটি একটি হালকা রসিকতা হিসেবেই ধরা হয়েছিল, কিন্তু এখন সামাজিক মাধ্যমে এটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
হৃতিকের এই মন্তব্যকে অনেকে দুই সুপারস্টারকে উদ্দেশ্য করে করা ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন। ‘কফি উইথ করণ’-এর মতো একটি জনপ্রিয় মঞ্চে এমন মন্তব্য করা কতটা শোভনীয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
একজন নেটিজেন লিখেছেন, হৃতিক হয়তো মজা করেছেন, কিন্তু জনসমক্ষে এমন ব্যক্তিগত মন্তব্য করা উচিত নয়। আরেকজন মন্তব্য করেছেন, হৃতিক তার উচ্চতাকে ব্যবহার করে অন্য তারকাদের খোঁচা দিয়েছেন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com