weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুদানে বিদ্রোহী হামলায় চারশর বেশি নিহত: জাতিসংঘ

প্রকাশ : ১৫-০৪-২০২৫ ১১:১১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সাম্প্রতিক হামলায় ৪০০-র বেশি মানুষ নিহত হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে জাতিসংঘ।

সুদানি সেনাবাহিনীর কাছ থেকে দারফুরের শেষ বড় শহর আল-ফাশেরের নিয়ন্ত্রণ নিতে গত সপ্তাহে আরএসএফ আশপাশের শরণার্থী শিবিরগুলোতে স্থল ও আকাশপথে ব্যাপক হামলা চালানো শুরু করে।

২০২৩ সালের এপ্রিলে এই দুই পক্ষ ক্ষমতা নিয়ে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হয়, যা বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংকটের সূচনা করেছে এবং লাখ লাখ মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করেছে।

জাতিসংঘ জানিয়েছে, তারা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অন্তত ১৪৮ জন নিহতের বিষয় নিশ্চিত হয়েছে। নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেও আশঙ্কা তাদের।

জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বিবিসিকে বলেন, নিহতের সংখ্যা যাচাইয়ের প্রক্রিয়া এখনো চলমান। তিনি বলেন, বিশ্বাসযোগ্য সূত্রের খবরে ৪০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত নয় জন মানবিক ত্রাণ সহায়তাকর্মী, জানিয়েছে জাতিসংঘ।

আল-ফাশেরকে ঘিরে থাকা দুটি শরণার্থী শিবির, জমজম ও আবু শুক সাত লাখেরও বেশি মানুষকে সাময়িক আশ্রয় দিয়েছে। এ আশ্রিতদের অধিকাংশকেই দুর্ভিক্ষজনিত পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।

শনিবার দেওয়া এক বিবৃতিতে আরএসএফ বলেছিল, বেসামরিকদের ওপর হামলার জন্য তারা দায়ী নয় এবং জমজমে হত্যাকাণ্ডের চিত্র মঞ্চস্থই হয়েছে তাদের গায়ে কালি লাগানোর জন্য। পরেরদিন সশস্ত্র এ গোষ্ঠীটি জানায়, তারা সুদানের সেনাবাহিনীর কাছ থেকে শিবিরটি সফলভাবে মুক্ত করতে পেরেছে।

সেনাবাহিনী এই শিবিরটিকে সামরিক ব্যারাক বানিয়ে রেখেছিল এবং এর নিষ্পাপ বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হতো বলে অভিযোগ আরএসএফের।

তারা আল-ফাশের শহরটি প্রায় এক বছর ধরে ঘিরে রেখেছিল। সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাত মঙ্গলবার তৃতীয় বছরে গড়াল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার টুর্ক সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে বিবদমান সব পক্ষকে নতুন করে অঙ্গীকারাবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন।

সুদানে সংঘাতের দ্বিতীয় বর্ষপূর্তিতে মঙ্গলবার লন্ডনে এক সম্মেলনের আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত, দুর্ভিক্ষপীড়িত দেশটিতে ১২ কোটি পাউণ্ড মূল্যের খাদ্য ও ত্রাণ প্যাকেজ পাঠানোর ঘোষণা দিয়ে বলেছেন, সুদানের স্থিতিশীলতা আমাদের জাতীয় নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা জিআই স্বীকৃতি পেল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিসহ ২৪ পণ্য জিআই স্বীকৃতি পেল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিসহ ২৪ পণ্য করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে : তারেক রহমান করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে : তারেক রহমান ‘দিবস দিয়া কী অইব?’ ‘দিবস দিয়া কী অইব?’ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই