weather ১৭.৯৯ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সেলেনার কোনো আক্ষেপ নেই!

প্রকাশ : ১২-০২-২০২৫ ১১:৩৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
দেশি ভাষার চলচ্চিত্রের জন্য রেকর্ড সংখ্যক অস্কার মনোনয়ন পাওয়ার পরও, ‘এমিলিয়া পেরেজ’ দ্রুত বিতর্কের ঘূর্ণাবর্তে পড়ে গেছে। ছবির তারকা কার্লা সোফিয়া গাসকোনের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। 

সেরা অভিনেত্রীর জন্য অস্কারে প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে মনোনীত গাসকন, ইসলাম, মার্কিন বর্ণবাদবিরোধী বিক্ষোভ, এমনকি অস্কার নিয়ে তার নিজের পোস্টের কারণে সমালোচিত হয়েছেন। এমনকি সিনেমাটির অস্কার জয়ের সম্ভাবনাও ম্লান হয়ে আসছে।

কান উৎসব ও গোল্ডেন গ্লোব পুরস্কারে বাজিমাত করা ‘এমিলিয়া পেরেজ’র অস্কার সম্ভাবনা ছিল প্রবল। পেয়েছে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন। কিন্তু ছবির অভিনেত্রী কারলা সোফিয়ার পুরনো টুইটের সূত্র ধরে তা ম্লান হয়ে গেছে। 

বেশ কিছুদিন ধরেই এ নিয়ে হলিউড পাড়ায় চলছে বিতর্ক, আলোচনা-সমালোচনা। তবে এই নেতিবাচক প্রসঙ্গের কারণে ‘এমিলিয়া পেরেজ’ নিয়ে মোটেও আক্ষেপ করছেন না ছবির আরেক অভিনেত্রী সেলেনা গোমেজ।

সম্প্রতি সান্তা বারবারা চলচ্চিত্র উৎসবে আমেরিকান সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু জাদু উধাও হয়ে গেছে। তবে ছবিটি করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আমি কোনো আক্ষেপ নিয়ে জীবনধারণ করি না। যদি সুযোগ পাই, এই ছবি একবার নয়, বারবার করব।’

বিভিন্ন সময়ে মুসলিম, জর্জ ফ্লয়েড এমনকি অস্কার নিয়েও নেতিবাচক টুইট করেছিলেন কারলা সোফিয়া। সেসব মন্তব্যই সামনে এসেছে পুনরায়। একবার তো সেলেনাকেও কটাক্ষ করে ‘ধনী ইঁদুর’ বলেছিলেন এ অভিনেত্রী। তবে সেসব নিয়ে মনে কষ্ট রাখতে চান না সেলেনা। ছবিটির শুটিং সেটে সুন্দর সময় কেটেছিল বলেই জানান তিনি।

নির্মাতা জ্যাক অদিয়াকে ধন্যবাদ জানিয়ে সেলেনা বলেন, ‘নির্মাতা আমার ওপর বিশ্বাস রেখেছেন, এ জন্য আমি কৃতজ্ঞ। আমি যে অভিনয়ে আরো অনেক কিছু করতে পারি, সেটি দেখানোর একটা সুযোগ পেলাম। আশা করছি, অভিনয়ে নিজেকে মেলে ধরার সূচনা এটি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প