weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সোনার দাম কমেছে, আজ কার্যকর

প্রকাশ : ২৪-১২-২০২৪ ১৫:৩৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সোনার দাম কমেছে। এ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ২৪৮ টাকা দাম কমেছে। ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে এক লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা। নতুন দাম আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানায়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ১৮ ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৮৮ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, মঙ্গলবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা এক লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা এক লাখ ৩৩ হাজার পাঁচ টাকা এবং ১৮ ক্যারেট এক লাখ ১৪ হাজার চার টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৩ হাজার ৬০৪ টাকা।

সোমবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে এক লাখ ৪০ হাজার ৫৮৬ টাকায়। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা এক লাখ ৩৪ হাজার ১৯৪ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ১৫ হাজার ৩০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৪ হাজার ৪৭৮ টাকায় বিক্রি হয়েছে।

সে হিসাবে আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম এক হাজার ২৪৮ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৮৯ টাকা, ১৮ ক্যারেটে এক হাজার ২৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৮৭৪ টাকা দাম কমবে। সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত আছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে