সোনার দাম ভরিতে কমল এক হাজার ৩৬৪ টাকা
প্রকাশ : ১৯-১১-২০২৫ ১১:৪১
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দাম কমানোর ঘোষণা দেওয়ায় সোনার দাম আবারো কমেছে। বুধবার (১৮ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দুই লাখ ছয় হাজার ৯০৭ টাকায় বিক্রি হবে বলে সমিতি জানিয়েছে।
মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম— ২২ ক্যারেট; প্রতি ভরি দুই লাখ ৬ হাজার ৯০৮ টাকা, ২১ ক্যারেট; প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেট; প্রতি ভরি এক লাখ ৬৯ হাজার ২৯১ টাকা ও সনাতন পদ্ধতি; প্রতি ভরি এক লাখ ৪০ হাজার ৭৬১ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে পাঁচ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ছয় শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ গত রবিবার সোনার দাম কমেছিল। তখন ভরিপ্রতি পাঁচ হাজার ৪৪৭ টাকা দাম কমে দুই লাখ আট হাজার ২৭২ টাকায় দাঁড়িয়েছিল। এখন তা থেকে এক হাজার ৩৬৪ টাকা কমলো।
আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতির প্রভাবে গত ২০ অক্টোবর দেশীয় বাজারে প্রতি ভরি সোনার দাম রেকর্ড দুই লাখ ১৭ হাজার ৩৮১ টাকায় পৌঁছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com