weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৬৯% , বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, তিনজনের মৃত্যু

প্রকাশ : ০৭-০৫-২০২৫ ১১:০৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব গেছেন ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস, ঢাকা সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮০টি হজ ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। 

হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ২০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজযাত্রীর কোটা নির্ধারিত হয়েছে।

এ পর্যন্ত বাংলাদেশ থেকে হজে অংশ নেওয়া মোট হজযাত্রীদের মধ্যে মৃত্যুবরণ করেছেন তিন জন। তাদের মধ্যে একজন হলেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), অপরজন কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭)। আরেকজন নারী হজযাত্রী। আল হামিদা বানু (৫৪) পঞ্চগড় সদরে তার বাড়ি। তারা সবাই সৌদি আরবে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ফ্লাইট পরিচালনা করেছে ৩১টি, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পাঁচটি।

হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল ২০২৫, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে, যেখানে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং তা শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভারতের হামলায় নিহত ২৬: পাকিস্তানের সামরিক মুখপাত্র ভারতের হামলায় নিহত ২৬: পাকিস্তানের সামরিক মুখপাত্র সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাবি করলো পাকিস্তান সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাবি করলো পাকিস্তান সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, তিনজনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, তিনজনের মৃত্যু মেহেরপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩ মেহেরপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩ মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান