weather ১৮.৯৯ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বস্তির খবর পেলেন রিয়া চক্রবর্তী

প্রকাশ : ০২-১০-২০২৫ ১০:৩৫

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা মাদক মামলায় শেষমেশ বড় স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়ার পাসপোর্ট স্থায়ীভাবে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট।

২০২০ সালে জামিনের শর্ত হিসেবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কাছে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল রিয়াকে। তবে আদালতের নতুন নির্দেশ অনুযায়ী, রিয়াকে এবার থেকে আর বিদেশ ভ্রমণের জন্য প্রতিবার ট্রায়াল কোর্টের অনুমতি নিতে হবে না। তবে বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে তাকে আগাম জানাতে হবে সম্পূর্ণ যাত্রাপথ।

একই বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া, এক মাস পর জামিন পান। জামিনের শর্ত হিসেবে তাকে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বারবার আদালতের অনুমতি নিতে হতো।

অভিনেত্রীর আইনজীবী আয়াজ খানের মাধ্যমে আদালতে দাখিল করা আবেদনে রিয়া জানান, এই বিধিনিষেধের কারণে তার কাজের গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হচ্ছে। বর্তমানে বিদেশে শুটিং, অডিশন ও মিটিংয়ের জন্য নিয়মিত যাতায়াতের প্রয়োজন হচ্ছে তার। তার আইনজীবী আদালতকে জানান, রিয়া সব জামিনের শর্ত মেনে চলেছেন এবং কখনো আদালতের নির্দেশ লঙ্ঘন করেননি।

এনসিবি'র আইনজীবী আদালতে তীব্র আপত্তি জানিয়ে বলেন— শুধুমাত্র রিয়া একজন সেলিব্রিটি বলেই তাকে বিশেষ সুবিধা দেওয়া অন্যায়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই সুযোগে রিয়া দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন; যা মামলার ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে।

তবে বিচারপতি নীলা গোখলে তার পর্যবেক্ষণে জানান, রিয়া চক্রবর্তী শুরু থেকেই তদন্তে সহযোগিতা করেছেন, আদালতের অনুমতি নিয়েই বিদেশ সফর করেছেন এবং কখনো জামিনের শর্ত লঙ্ঘন করেননি।

আদালত স্পষ্ট করে দেন— রিয়ার উপস্থিতি নিয়ে সন্দেহের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সেই অনুযায়ী, এনসিবি-কে তার পাসপোর্ট স্থায়ীভাবে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

তবে, রিয়াকে ট্রায়ালের সব তারিখে উপস্থিত থাকতে হবে, যদি না ট্রায়াল কোর্ট তাকে ছাড় দেয়। পাশাপাশি বিদেশ ভ্রমণের সময় তাকে অন্তত চার দিন আগে হোটেল ও ফ্লাইটের বিস্তারিত তথ্য সংস্থাকে জমা দিতে হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প