weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘বোহেমিয়ান ঘোড়া’য় আট বউ নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম

প্রকাশ : ১২-০৫-২০২৫ ১১:২৭

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
আটজন নায়িকা নিয়ে পর্দায় আসছেন অভিনেতা মোশাররফ করিম। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগিরই ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে। কমেডি ঘরানার এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সঙ্গে অভিনয় করেছেন এক ঝাঁক অভিনেত্রী।

সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুনা খানকে। অন্যদিকে বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, সিরিজে তাকে বিপরীত চরিত্রে দেখা যাবে। মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়।

জুই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। ফারহানা হামিদের চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান- যা দর্শকদের ছুঁয়ে যাবে। এ ছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।

এর গল্পে দেখা যাবে, ট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছেন তিনি। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলান তিনি। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যান। তাকে বিয়ে করতে চান।

কিন্তু আব্বাস জানেন আট মানে সর্বনাশ, তাই দ্বিধায় পড়ে যান তিনি। না চাইলেও একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় আব্বাসকে। এরপরই শুরু হয় গন্ডগোল। আব্বাসের আট সংসারে শুরু হয় নানা ঝামেলা। তা নিয়েই গল্প এগোতে থাকে।

সিরিজটি প্রসঙ্গে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী জানান, ‘সবার জন্য দুর্দান্ত এক জার্নি ছিল। এখন শুধু অপেক্ষা হইচই-এর দর্শকের কাছে আমাদের বোহেমিয়ান ঘোড়া পৌঁছানোর। এই সিরিজে আব্বাস (মোশাররফ করিম) কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে। এরসাথে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার।’

সিরিজে নিজের চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, ‘নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটিই আমার প্রথম কাজ। সেই সঙ্গে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই সিরিজটির সঙ্গে আমার যুক্ত হওয়া। আমার বিশ্বাস, দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবেন।’

 পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের স্ত্রীও এবার কারাগারে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের স্ত্রীও এবার কারাগারে নিম্নাঞ্চল প্লাবিত, বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে তিস্তার পানি নিম্নাঞ্চল প্লাবিত, বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে তিস্তার পানি চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও