weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬০% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিলের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ

প্রকাশ : ০২-১২-২০২৫ ১৬:০০

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। আসন্ন এই নিলামে দল পাওয়ার আশায় নাম লিখিয়েছেন বিশ্বের ১৪টি দেশের এক হাজার ৩৫৫ জন ক্রিকেটার।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এই তালিকায় থাকা বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের ভিত্তিমূল্য প্রকাশ করা হয়েছে।

বাঁহাতি পেসার মুস্তাফি নিজেকে সর্বোচ্চ ক্যাটাগরিতে রেখেছেন। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি। আইপিএলে নিয়মিত মুখ মুস্তাফিজ এ পর্যন্ত সাত মৌসুমে পাঁচটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সর্বশেষ ২০২৫ আসরে তাকে দেখা গেছে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে।

অন্যদিকে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক কোটি রুপি ভিত্তিমূল্যে নিজের নাম নিবন্ধন করেছেন। আইপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে নয় মৌসুম খেলেছেন সাকিব। সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালে।

এবারের নিলামে ভারত ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। এমনকি মালয়েশিয়া থেকেও ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার বিরানদীপ সিং (৩০ লাখ রুপি ভিত্তিমূল্য) নাম লিখিয়েছেন।

অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট ও স্টিভেন স্মিথের মতো তারকারা নিলামে থাকলেও, বিস্ময়করভাবে নাম লেখাননি গ্লেন ম্যাক্সওয়েল। সর্বশেষ আসরের পর পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দিয়েছিল।

গত ১৫ নভেম্বর ছিল খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) শেষ সময়। সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে নিলামে খরচ করার মতো ২৩৭ দশমিক ৫৫ কোটি রুপি বাজেট অবশিষ্ট আছে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের হাতে সর্বোচ্চ ৬৪ দশমিক ৩০ কোটি এবং চেন্নাই সুপার কিংসের হাতে ৪৩ দশমিক ৪০ কোটি রুপি রয়েছে।

অবশ্য ১০টি দলের জন্য ফাঁকা স্লট আছে মাত্র ৭৭টি। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রয়েছে ৩১টি স্লট। ফলে দল পেতে হলে সাকিব-মুস্তাফিজদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে