weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬০% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলের বিশ্বকাপ দলে তারাই থাকবেন যারা শতভাগ ফিট : আনচেলত্তি

প্রকাশ : ০২-১২-২০২৫ ১৫:৫৮

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের বিশ্বকাপ দলে কারা থাকছেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে বিশ্বকাপ দলে নেইমারের জায়গা হবে কি না সে প্রশ্ন সবার। দলটির কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের বিশ্বকাপ দলে তারাই থাকবেন যারা শতভাগ ফিট।

শতভাগ ফিট ছাড়া কোনো ফুটবলারেরই বিশ্বকাপ দলে ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন আনচেলত্তি। এমনকি নেইমার-ভিনিসিয়ুসও যদি শতভাগ ফিট না হন তাহলে তাদের রাখা হবে না বিশ্বকাপ দলে। 

তিনি বলেন, ভালো খেলোয়াড়ের অভাব নেই। যারা শতভাগ ফিট, তাদের বেছে নিতে হবে আমাকে। এটা শুধু নেইমার নয়, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুসের ক্ষেত্রেও প্রযোজ্য। ভিনিসিয়ুস ৯০ শতাংশ ফিট হলেও আমি অন্য কাউকে ডাকব। ব্রাজিল এমন একটা দল, যেখানে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা, বিশেষ করে আক্রমণভাগে। 

২০২৩ সালে অক্টোবরে জাতীয় দলের জার্সিতে সবশেষ মাঠে নামেন নেইমার। ক্রমাগত চোট তাকে নিয়মিত হতে দিচ্ছে না ফুটবলে। নেইমারের ক্রমাগত চোট নিয়ে সহানুভূতিই ঝরে পড়ল আনচেলত্তির কণ্ঠে। 

তিনি বলেন, নেইমার অসাধারণ প্রতিভা। তার দুর্ভাগ্য যে বারবার চোটে পড়ে। চোটের কারণে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে পারে না। তিনি বাকিদের পর্যায়েই আছে। কারণ, এরই মধ্যে সে অসাধারণ প্রতিভা দেখিয়েছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এর আগে মার্চের আন্তর্জাতিক বিরতিতে (২৩ থেকে ৩১ মার্চের মধ্যে) বোস্টনে ফ্রান্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে