ইশরাকের শপথ ইস্যুতে রিটের আদেশ আজ, সুপ্রিম কোর্টে ব্যাপক নিরাপত্তা
প্রকাশ : ২২-০৫-২০২৫ ১০:২৫

সুপ্রিম কোর্টের সামনে ব্যাপক নিরাপত্তা, ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার (২২ মে) আদেশ দেবেন হাইকোর্ট।
সকাল পৌনে ১১টায় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেবেন বলে আদালত সূত্রে জানা গেছে। আলোচিত এই মামলার রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাজার গেট, বার কাউন্সিল গেটসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এর আগে বুধবার (২১ মে) এই রিটের শুনানি শেষে আদালত আজ আদেশ ঘোষণার দিন নির্ধারণ করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
রিট আবেদনটি করা হয় গত ১৪ মে, যেখানে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে ইশরাককে মেয়র ঘোষণা করা নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। রিটটি দায়ের করেন ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদ। তার আইনজীবী ছিলেন কাজী আকবর আলী।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। পরে চলতি বছরের ২৭ মার্চ, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এক রায়ে তাপসের জয় বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।
এই রায়ের পর নির্বাচন কমিশন (ইসি) ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের কাছে গেজেট প্রকাশ বিষয়ে মতামত চায়। পরে ২৭ এপ্রিল, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার গেজেট প্রকাশ করে ইসি।
এদিকে, মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি নেতা-কর্মীরা রাজধানীতে বিক্ষোভ করছেন। বুধবার রাতে তারা কাকরাইল মোড়ে অবস্থান করেন। আজ সকালেও বিক্ষোভ অব্যাহত আছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com